facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

জঞ্জাল পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়


১৪ এপ্রিল ২০১৭ শুক্রবার, ০৩:১২  পিএম

শেয়ার বিজনেস24.কম


জঞ্জাল পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয়

পুরাতন বছরের জঞ্জাল পেছনে ফেলে বাংলা নতুন বছরে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। একই সঙ্গে দেশের সব মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

শুক্রবার নববর্ষ-১৪২৪ বরণ করতে গণভবনে আওয়ামী লীগ নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় এ প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমমন্ত্রী।

অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাহারা খাতুন, ফারুক খান, আব্দুর রাজ্জাক, মাহবুব উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আহমদ হোসেন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুন বছরে বাংলাদেশ আরো সামনে এগিয়ে যাবে উল্লেখ করে তিনি বলেন, দেশের মানুষ আনন্দলোকে বাস করবে ও সুন্দর জীবন পাবে।

বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা লক্ষ্য অর্জন করতে পারব।

এদিন উৎসবের আমেজে নববর্ষ উদযাপন করা হয় গণভবনে, আয়োজন করা হয় নাচ-গানের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ