facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ছয় ম্যাচ নিষিদ্ধ হাথুরুসিংহে ও চান্দিমাল


১৭ জুলাই ২০১৮ মঙ্গলবার, ০১:৩৬  পিএম

ডেস্ব রিপোর্ট


ছয় ম্যাচ নিষিদ্ধ হাথুরুসিংহে ও চান্দিমাল

বল টেম্পারিংয়ের অভিযোগে লঙ্কান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে ও অধিনায়ক দিনেশ চান্দিমালকে ছয় ম্যাচ নিষিদ্ধ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এছাড়াও টিম ম্যানেজার আসাঙ্কা গুরুসিংহের বিরুদ্ধে একই শাস্তির সিদ্ধান্ত নিয়েছে আইসিসি।

এ নিষেধাজ্ঞার ফলে আগামী চারটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচে তারা অংশগ্রহণ করতে পারবেন না। ক্রিকেটে অনৈতিক অভিযোগ দূর করতে তাদের বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

ইএসপিএনের খবরে বলা হয়, সোমবার আইসিসির জুডিশিয়াল কমিশনার হন মাইকেল বেলফ অভিযুক্ত তিনজনের শাস্তির ঘোষণা করেন। তারা সবাই একই ধরণের শাস্তি পেয়েছেন। প্রত্যেকের নামের পাশে যোগ হয়েছে ৮টি সাসপেনশন পয়েন্ট, ৬টি ডিমেরিট পয়েন্ট।

যার ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ২ ম্যাচের টেস্ট সিরিজ ও পরে ওয়ানডে সিরিজের প্রথম ৪ ম্যাচে তারা অংশগ্রহণ করতে পারবেন না।

এর আগে গত ১১ জুলাই তারিখে এই শাস্তির সিদ্ধান্ত নেয়া হয়। আইসিসির কোড অব কন্ডাক কমিশন ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই শুনানির ব্যবস্থা করেছিল। যেখানে লেভেল ৩ এর অপরাধ এই তিন ক্রিকেট ব্যক্তিত্বকে শাস্তির আওতায় আনার সিদ্ধান্ত নেয়া হয়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: