facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ছয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১ হাজার ১৩৮ টাকা!


১৪ নভেম্বর ২০১৮ বুধবার, ১২:২৪  পিএম

নিজস্ব প্রতিবেদক


ছয় কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ১ হাজার ১৩৮ টাকা!

মুন্নু স্টাফেলার্সের শেয়ারদর লাগামহীনভাবে বাড়ছে। কারসাজির অভিযোগের পর তদন্ত এবং লেনদেন স্থগিতের মতো কঠোর সিদ্ধান্তও কোম্পানিটির শেয়ারদর আটকাতে পারছে না। সর্বশেষ ছয় কার্যদিবসে ১০ টাকা অভিহিত মূল্যের এ শেয়ারটির দর ১ হাজার ১৩৮ টাকা বেড়েছে। গতকাল মঙ্গলবার শেয়ারটি ডিএসইতে ৫ হাজার ৪৩০ টাকা ৬০ পয়সায় কেনাবেচা হয়েছে, যা কোম্পানিটির ইতিহাসের সর্বোচ্চ শেয়ারদর। এমনকি এটিই এ মুহূর্তে দেশের শেয়ারবাজারের সবচেয়ে দামি শেয়ার।

মৌলভিত্তি বিবেচনায় বর্তমান সময়ের সবচেয়ে ভালো শেয়ারগুলোর একটি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) কোম্পানির শেয়ারদর ৩ হাজার ৩১৫ টাকা। এর দরও মুন্নু স্টাফেলার্সের চেয়ে ২ হাজার ১১৫ টাকা কম। যদিও চলতি হিসাব বছরের প্রথম ৯ মাসে বিএটি শেয়ারপ্রতি ১৩১ টাকা আয় করেছে। বিপরীতে গত হিসাব বছরের পুরো সময়ে মুন্নু স্টাফেলার্স শেয়ারপ্রতি মাত্র পৌনে ৯ টাকা মুনাফা করেছে।

অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্যের ব্যবহারসহ নানা চক্রের কারসাজিতে মুন্নু স্টাফেলার্সের শেয়ারদর গত সোয়া এক বছরে ১০ গুণ হয়েছে। কারসাজির বিষয়টি খতিয়ে দেখতে এ সময়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি দুই দফায় তদন্ত করেছে। এমনকি গত ১৬ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত টানা দুই মাস শেয়ারটির লেনদেন স্থগিত রাখে। তারপরও কারসাজি বন্ধ হয়নি।

স্বল্প মূলধনী এ কোম্পানির শেয়ার কারসাজির নেপথ্যে এর দায়িত্বশীল কর্মকর্তাদের সম্পৃক্ততা আছে বলে অভিযোগ আছে। মূলধন বাড়াতে এ কোম্পানি ধারাবাহিকভাবে বড় অঙ্কের বোনাস লভ্যাংশ ঘোষণা করে যাবে, পাশাপাশি ব্যবসা সম্প্রসারণ-সংক্রান্ত নানা ঘোষণা আসছে- এমন গুজব ও গুঞ্জনই ছিল শেয়ারটির দর বাড়াতে কারসাজির প্রধান অনুষঙ্গ। শেষ পর্যন্ত গত ২৫ অক্টোবর কোম্পানিটির পর্ষদ ৩০ জুন ২০১৮ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৫০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে। বড় বোনাস লভ্যাংশ ঘোষণার পর এবার ব্যবসা সম্প্রসারণের খবর আসছে- এমন গুঞ্জনে শেয়ারটির দর বাড়াচ্ছে একাধিক চক্র।

স্টাইল ক্রাফটের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। টানা ষষ্ঠ দিনে গতকালও এটি সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হয়েছে। গতকাল শেয়ারটি কেনাবেচা হয়েছে এক হাজার ৬২ টাকার ওপরে। ৪১০ শতাংশ বোনাস লভ্যাংশ-সংক্রান্ত রেকর্ড ডেটের পর থেকে শেয়ারটির দর ক্রমাগত বাড়ছে। আগামী বছরও লভ্যাংশ হিসেবে বড় বোনাস শেয়ার দেওয়া হবে, পাশাপাশি আসবে ব্যবসা সম্প্রসারণের ঘোষণা- এমন গুঞ্জন শেয়ারটির দর বৃদ্ধির কারণ। এ ক্ষেত্রে কোম্পানিটির মালিকপক্ষের সম্পৃক্ততা রয়েছে বলে অভিযোগ আছে।

শুধু মুন্নু স্টাফেলার্স বা স্টাইল ক্রাফটই নয়, গত কিছুদিন ধরে নতুন তালিকাভুক্ত কোম্পানির পাশাপাশি স্বল্প মূলধনী এবং রুগ্‌ণ আরও কিছু কোম্পানির শেয়ারদর বাড়ছে। গতকাল মঙ্গলবারের লেনদেন পর্যালোচনায় দেখা গেছে, দরবৃদ্ধির ওপরের দিকের কোম্পানিগুলোর মধ্যে দু-একটি ব্যতিক্রম ছাড়া এমন কোম্পানিগুলোরই ছিল প্রাধান্য। এমনকি লেনদেনের ওপরের দিকেও অপেক্ষাকৃত দুর্বল মৌলভিত্তির কোম্পানি উঠে এসেছে। অর্থাৎ সাধারণ বিনিয়োগকারীদের এসব শেয়ারে সম্পৃক্ততা বাড়ছে।

গতকাল ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষদশে ছিল ওরিয়ন ইনফিউশন, এসকে ট্রিমস, জেএমআই সিরিঞ্জেস, আলহাজ টেক্সটাইল, ওয়াটা কেমিক্যাল, জেমিনি সি ফুড, আরামিট লিমিটেড, কোহিনূর কেমিক্যালস, সোনালী আঁশ ও ইন্ট্রাকো সিএনজি রিফুয়েলিং স্টেশন। এ কোম্পানিগুলোর মধ্যে নতুন তালিকাভুক্ত এসকে ট্রিমস ও ইন্ট্রাকো সিএনজি ছাড়া বাকি আটটিই স্বল্প মূলধনী কোম্পানি।

গতকাল ডিএসইতে ৩৩৬ কোম্পানির শেয়ার ও ফান্ডের মধ্যে ১৩৫টির দর বেড়েছে, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত ৬১টির। ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট বেড়ে ৫২৫৮ পয়েন্ট ছাড়িয়েছে। দ্বিতীয় শেয়ারবাজার সিএসইতে ৭৭ শেয়ার ও ফান্ডের দর বেড়েছে, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত থেকেছে ২৭টির দর।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: