facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

চলতি বছরেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া


০৪ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৩:১৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


চলতি বছরেই বাংলাদেশে আসছে অস্ট্রেলিয়া

চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ সফরে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে সফর পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে থাকলেই কেবল অজি ক্রিকেট দলের দেখা মিলবে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড। খবর ক্রিকইনফোর।
 
এর আগে ২০১৫ সালে অস্ট্রেলিয়া সরকারের সতর্কবার্তার কারণে বাংলাদেশ সফরে আসেনি অস্ট্রেলিয়া।
 
২০১৬ সালে বাংলাদেশে অনুষ্ঠিত অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপেও অস্ট্রেলিয়া কোনো দল পাঠায়নি।
 
সাদারল্যান্ড বলেন, `বাতিল হওয়া সফরের সময় সরকারের বিশেষ সতর্কবার্তায় অস্ট্রেলিয়ার ক্রিকেট দলকে বাংলাদেশ না পাঠানোর জন্য বলা হয়। কারণ তখনকার তথ্যমতে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের ওপর জঙ্গি হামলার আশংকা করা হয়েছিল। তবে এখনকার পরিস্থিতি ভিন্ন।`
 
সবকিছু ঠিক থাকলে আগস্ট অথবা সেপ্টেম্বরেই সফরটি হবে বলে জানিয়েছেন সাদারল্যান্ড।
 
ক্রিকেট সংশ্লিষ্টরা মনে করছেন, ইংল্যান্ড সফরের পরই ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের মতে পরিবর্তন এনেছে।
 
ইংল্যান্ডের বাংলাদেশ সফরে তাদের প্রতি যে কড়া নিরাপত্তা বলয় ছিল সেটি চোখ এড়ায়নি সাদারল্যান্ডের, ‘আমরা দেখেছি তাদের জন্য কী পরিমাণ নিরাপত্তা ব্যবস্থা ছিল।’
 
বিষয়টি নিয়ে সাদারল্যান্ড বলেছেন, ‘আমরা ওই সময় আমাদের নিরাপত্তা প্রধানকে পাঠিয়েছিলাম। শুধুমাত্র দেখার জন্য যে ওদের নিরাপত্তা ব্যবস্থাগুলো কিভাবে কাজ করছে।’
 
তিনি আরও যোগ করেন, ‘ইংল্যান্ড সিরিজে বিসিবির সঙ্গে বাংলাদেশ সরকার যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছিল সেটা ছিল স্বস্তিদায়ক। এই মুহূর্তে এটাই বলতে পারি যে আমরা দুটি টেস্ট খেলতে সেখানে যেতে পারি।’ 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: