facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

চলতি বছরেই গ্যাসের ভালো খবর আসবে


০২ ফেব্রুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৩:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


চলতি বছরেই গ্যাসের ভালো খবর আসবে

চলতি বছরের ডিসেম্বরে গ্যাসের ক্ষেত্রে ভালো খবর আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর কার্যালয়ে মেট্রোপলিটন চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠকে একথা জানান তিনি। ব্যবসায়ী প্রতিনিধি দলের নেতৃত্ব দেন এমসিসিআইয়ের সভাপতি নিহাদ কবির।

দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডের কম্পিউটার সিটি সেন্টারে (মাল্টিপ্ল্যান) ডিজিটাল আইসিটি ফেয়ার-২০১৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

বাণিজ্যমন্ত্রী বলেন, অবকাঠামো উন্নয়নে গ্যাসের স্বল্পতা একটি বড় সমস্যা। তবে চলতি বছরের ডিসেম্বরে গ্যাসের ক্ষেত্রে ভালো খবর আসবে।

তিনি বলেন, গ্যাস সমস্যা সমাধানে ১০৮টি কুপ খনন করা হবে। ভোলায় পর্যাপ্ত গ্যাস রয়েছে; সেখানে ২টি কূপ খনন করা হচ্ছে।

বৈঠকে ব্যবসায়ী নেতারা বিমানবন্দরের ভোগান্তির বিষয়ে বাণিজ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি সত্যিই দুর্ভাগ্যজনক। লাগেজ পাওয়া থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে যাত্রীদের ভোগান্তি পোহাতে হয়। এর বেশি কিছু বলা যাবে না।

তিনি বলেন, আমাদের বিমানবন্দরগুলোতে যাত্রীদের লাগেজ খুঁজে নিতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। আরও অনেক জটিলতাও আছে। এ অবস্থা চলতে পারে না।

তোফায়েল আহমেদ বলেন, আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের খুবই অভাব। বাংলাদেশে ১৬ কোটি মানুষ; জমির পরিমাণও কমে যাচ্ছে।

তিনি বলেন, আমরা ১০০টি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের টার্গট নিয়ে কাজ করছি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে খুবই আন্তরিক। এরই মধ্যে ২১টি অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে। এর মধ্যে ৩টি সরকারি ও ১৮টি বেসরকারি।

জিএসপি প্রসঙ্গ টেনে তোফায়েল আহমেদ বলেন, জিএসপি নিয়ে ভাবার কিছু নেই।  আমরা শর্তপূরণ করেছি; আর কিছু বলবো না। তবে টিপিপি নিয়ে আমাদের উদ্বেগ কেটেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: