facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

চট্টগ্রামে জঙ্গি আস্তানা অভিযানের পর ২ মৃতদেহ উদ্ধার


০৫ অক্টোবর ২০১৮ শুক্রবার, ১২:৫৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


চট্টগ্রামে জঙ্গি আস্তানা অভিযানের পর ২ মৃতদেহ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে একটি ‘জঙ্গি আস্তানা’ ঘিরে অভিযান চালিয়েছে র‌্যাব। অভিযানের পর দুজনের মৃতদেহ উদ্ধার করেছে বোম্ব ডিসপোজাল ইউনিট।

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টা থেকে ওই বাড়িটি ঘিরে রাখার পর শুক্রবার সকালে এ অভিযান চালানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭-এর ফেনী ক্যাম্প অধিনায়ক শাফায়াত জামিল ফাহিম।

এর আগে, জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে র‌্যাব ওই বাড়ি ঘিরে ফেলার পর ভেতর থেকে গুলি চালানো হয়। তখন র‌্যাব দূরে সরে আসে। তারপর দীর্ঘ সময় গোলাগুলি চলে। পরে ভোরের দিকে ওই বাড়িতে বেশ কয়েকটি বিস্ফেরণ ঘটে।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-এর আইন মিডিয়া উইং-এর পরিচালক কমান্ডার মুফতি মাহমুদ খান জানান, বিস্ফেরণের ঘটনায় ঢাকা থেকে আসা র‌্যাবের বোম্ব ডিসপোজাল টিম (বোমা নিষ্ক্রিয়কারী দল) সকাল ৯টার দিকে বাড়ির ভেতরে ঢুকে অভিযান শুরু করে। পরে তারা ওই বাড়ির ভেতর থেকে দুই জঙ্গির মরদেহ উদ্ধার করে। এসময় বিপুল সংখ্যক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিক ও তত্ত্বাবধায়ককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: