facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

ঘোষণা ছাড়া শেয়ার বেচায় অ্যাপোলো ইস্পাতের ২ পরিচালককে দণ্ড


২১ অক্টোবর ২০২০ বুধবার, ০৭:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


ঘোষণা ছাড়া শেয়ার বেচায় অ্যাপোলো ইস্পাতের ২ পরিচালককে দণ্ড

আগের ঘোষণা ছাড়া শেয়ার বিক্রি করার দায়ে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের দুই পরিচালককে ২০ লাখ টাকা অর্থদণ্ড করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

আজ বুধবার ৭৪৫তম নিয়মিত সভায় এ জরিমানা করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জনানো হয়।

এতে বলা হয়, অ্যাপোলো ইস্পাতের পরিচালক আর্ট ইন্টারন্যাশনাল (মনোনীত পরিচালক মমতাজুর রহমান) ও জুপিটার বিজনেস (মনোনীত পরিচালক মসফিকুর রহমান) আগের ঘোষণা ছাড়া যথাক্রমে ৮ লাখ ৮৮ হাজার ও ৮ লাখ ৯১ হাজার শেয়ার বিক্রি করেছে। এই অপরাধে উভয়কে ১০ লাখ টাকা করে মোট ২০ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: