facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৮ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

‘গেইলের মতো শক্তিতে নয়, আমি টেকনিকে খেলি’


১৬ ডিসেম্বর ২০১৭ শনিবার, ১১:৪৫  এএম

শেয়ার বিজনেস24.কম


‘গেইলের মতো শক্তিতে নয়, আমি টেকনিকে খেলি’

ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরিতে হ্যাটট্রিক করা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা বলেন, ‘ক্রিস গেইল, এবিডি ভিলিয়ার্স ও এম এস ধোনির মতো শক্তি আমার নেই। তাই আমাকে নিজের বুদ্ধি দিয়েই সফল হতে হবে। সেভাবেই ব্যাটিং করতে হবে। ঠিক সময়ে ব্যাটে-বলে করতে হয়। ফিল্ডিং পজিশনের গ্যাপটাও দেখে নিতে হয়।’

শ্রীলঙ্কার বিপক্ষে মোহালিতে সর্বশেষ ম্যাচে ২০৮ রানের ইনিংস খেলেন ভারতীয় বর্তমান দলের এই অধিনায়ক। এর আগেও দুইদফা ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন ডানহাতি এই টপঅর্ডার ব্যাটসম্যান। 

শুধু ডাবল সেঞ্চুরিই নয়! এই ফর্মেটের সর্বোচ্চ (২৬৪) রানের ইনিংসের মালিকও তিনি। তাকে নিয়ে ভারতের মিডিয়াই নয়, ক্রিকেট বিশ্বেও এখন বেশ আলোচনা হচ্ছে। আগে যেখানে ওয়ানডে ক্রিকেটে ডাবল সেঞ্চুরি সোনার হরিণ ছিল, সেখানে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক বনে গেলেন রোহিত। এই কঠিন কাজটাকে সহজই করে দিয়েছেন ৩০ বছর বয়সী এই ক্রিকেটার।

বড় ইনিংস খেলার পেছনে রোহিত আরো যে টেকনিক ব্যবহার করেছেন তা নিয়ে বলেন, ‘পরিবেশ অনুযায়ী খেলে থাকি, আপনারা আমার তিনটি ডাবল সেঞ্চুরি দেখলে বুঝতে পারবেন, আমি শুরুতে স্লো খেলি, তারপর থেকে ক্রমশ গতি বাড়াতে থাকি। আমি সেদিন ঠিক করেছিলাম, নিজে ভুলে আউট হবো না। ওরা যদি আমারে আউট করতে পারে করুক।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: