facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

গেইনারের শীর্ষে পেনিনসুলা চিটাগাং


২৬ মে ২০১৭ শুক্রবার, ০২:৫২  পিএম

শেয়ার বিজনেস24.কম


গেইনারের শীর্ষে পেনিনসুলা চিটাগাং

সমাপ্ত সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গেইনারের শীর্ষে উঠে এসেছে পেনিনসুলা চিটাগাং লিমিটেড। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১৪.৬৬ শতাংশ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

গেল সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ২ কোটি ৬৭ লাখ ১৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ১৩ কোটি ৩৫ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর বেড়েছে ১২.৮৬ শতাংশ। আলোচ্য সপ্তাহে প্রতিদিন গড়ে ১ কোটি ৭০ লাখ ৩০ হাজার ইউনিট লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে ৮ কোটি ৫১ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১.৬৫ শতাংশ। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির প্রতিদিন গড়ে ১৫ কোটি ৪৪ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর পুরো সপ্তাহে এই কোম্পানির ৭৭ কোটি ২০ লাখ ৩১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মোজাফফার হোসেন স্পিনিং মিলস ১০.৭৩ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডে ৯.৮৮ শতাংশ, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ডে ৯.০৯ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সে ৮.৬৬ শতাংশ, ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিউশন কোম্পানিতে ৮.৪২ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সে ৭.৯৮ শতাংশ এবং এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডে ৬.৮২ শতাংশ দর বেড়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ