facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

গৃহবধূ হত্যায় স্বামী ও তার ভগ্নিপতির ফাঁসি


১১ মে ২০১৭ বৃহস্পতিবার, ০২:৩৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


গৃহবধূ হত্যায় স্বামী ও তার ভগ্নিপতির ফাঁসি

খুলনায় রাজিয়া সুলতানা দীপাকে (১৯) হত্যার দায়ে তার স্বামী মো. লিটু মোল্লা (৩০) ও লিটুর ভগ্নিপতি মজিদ হাওলাদারকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।

খুলনার জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক এসএম সোলায়মান বৃহস্পতিবার দুপুরে এ মামলার রায় দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি গোপালগঞ্জের তারগ্রাম এলাকার মইনুদ্দিন মোল্লার ছেলে লিটন মোল্লা কাঠগড়ায় উপস্থিত ছিলেন। তবে লিঠুর ভগ্নিপতি মজিদ হাওলাদার পলাতক রয়েছেন।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌশুলী ছিলেন বিশেষ পিপি আরিফ মাহমুদ লিটন।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় খুলনার খালিশপুরের বাবার বাড়ি থেকে স্বামী লিটুর সঙ্গে গোপালগঞ্জের উদ্দেশে রওয়ানা হয় দীপা। পরদিন দীপার মরদেহ রূপসা ব্রিজ এলাকা সংলগ্ন জাবুসার বিল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ২৫ ফেব্রুয়ারি দীপার মরদেহের ছবি পত্রিকায় দেখে তার বাবা হারুন-অর-রশিদ খুমেক হাসপাতালে গিয়ে মেয়েকে শনাক্ত করেন।

এ ঘটনায় রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমল হোসেন বাদী হয়ে হত্যা মামলা করেন।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মাহফুজ তদন্ত শেষে আদালতে তদন্ত রিপোর্ট (চার্জশিট) দাখিল করেন। স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে দোষি সাব্যস্ত হওয়ায় বৃহস্পতিবার আদালতে এ দুজনকেই মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: