facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

গুলশান হামলায় চলে যাওয়া বিদেশিরা ফিরছে


১৩ জানুয়ারি ২০১৭ শুক্রবার, ০৭:২৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


গুলশান হামলায় চলে যাওয়া বিদেশিরা ফিরছে

পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গি দমনে বাংলাদেশের পুলিশ এখন বিশ্বের রোল মডেল। পুলিশ এ পর্যন্ত ছয়টি জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে সফল ও সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছে। হলি আর্টিজানের হামলার পর যে বিদেশিরা ফিরে গিয়েছিল, তারা এখন আবার আসতে শুরু করেছে। জঙ্গি দমনে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স দেখাতে বলেছেন। পুলিশ সেভাবেই কাজ করে যাচ্ছে।

‘আমার গ্রাম আমার দেশ, গড়বো সুখের বাংলাদেশ’ এই স্বপ্নকে সামনে নিয়ে শুক্রবার দুপুরে শরীয়তপরের ভেদরগঞ্জ উপজেলার লাকার্তা গ্রামের লাকার্তা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে লাকার্তা ফাউন্ডেশনের উদ্যোগে দুই দিনব্যাপী গ্রাম দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।

তিনি বলেন, জঙ্গিবাদ ও মাদক এ দুটি বর্তমানে আমাদের চ্যালেঞ্জ। শুধু আইন করে পুলিশ দিয়ে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, পুলিশকে সহযোগিতা করতে হবে। মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে সচেতন হতে হবে। প্রতিটি ক্ষেত্রে মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
 
আইজিপি আরো বলেন, বাংলাদেশের প্রায় সকল শহরবাসী মানুষের শেকড় কোনো না কোনো গ্রামে। গ্রাম দিবস উদযাপন একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ যা সচরাচর দেখা যায় না। আমাদের অনেক গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে, সেগুলো পুনর্জীবিত করে বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরা আমাদের একান্ত কর্তব্য। আর তাই শহুরে মানুষদের গ্রামমুখী করে গ্রামীণ উন্নয়নে উৎসাহিত করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়।

পাশাপাশি গ্রামের উন্নয়ন ও গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর সাহায্যে আমাদের সকলের এগিয়ে আসা উচিত। এ ক্ষেত্রে লাকার্তা ফাউল্ডেশন গ্রাম দিবস উদযাপনের মধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে- জানান আইজিপি।

অনুষ্ঠানটি উদ্বোধন করেন পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক। সংগঠনটির সভাপতি মঞ্জুরুল হক সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, লাকার্তা ফাউন্ডেশনের সাংগঠনিক পরিচালক আবেদুর রহমান শিকদার।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নূরুল আমীন বেপারী, জেলা পরিষদের চেয়ারম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, বিশিষ্ট ব্যবসায়ী শামসুর রহমান (শাহজাদা মিয়া), ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল আহমেদ, ছয়গাঁও ইউপি চেয়ারম্যান মামুন মীর, লাকার্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এসএম রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও লাকার্তা ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

গ্রাম দিবস উপলক্ষে লাকার্তা ফান্ডেশন থেকে ওই গ্রামের ১০টি পরিবারকে ১০টি বসতঘর ও ১০টি পরিবারকে ১০টি গাভী প্রদান করা হয়েছে। এছাড়া শিক্ষা বৃত্তি প্রদান, ৬শ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা, সাধারণ স্বাস্থ্যসেবা, দন্ত চিকিৎসা, পরিচ্ছন্নতা অভিযান, সম্প্রীতি র‌্যালি, শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, উৎপাদিত ফসল-ফলমূল, শাক-সবজি প্রদর্শনী, মহিলাদের হাতের কাজ, রান্ন-বান্না ইত্যাদি প্রদর্শনসহ নানান রকম অনুষ্ঠান আয়োজন করা হয়।

এসব আয়োজনের মাধ্যমে এক উৎসবমুখর এবং ভ্রাতৃত্ববন্ধন সৃষ্টি করে, যা এলাকার মানুষের মধ্যে ব্যাপকভাবে সাড়া জাগিয়েছে। আগামীকাল শনিবার সৌহার্দ্য র‌্যালি এবং বিভিন্ন গ্রামীণ ঐতিহ্য প্রদর্শনীর মধ্যদিয়ে লাকার্তা ফাউন্ডেশনের দুই দিনের গ্রাম দিবস শেষ হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: