facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

যানজটেও চলবে গাড়ি (ভিডিও)


০১ এপ্রিল ২০১৭ শনিবার, ০৪:৪৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


যানজটেও চলবে গাড়ি (ভিডিও)

ধরুন রাস্তায় প্রাইভেটকার বেরিয়ে প্রচণ্ড যানজটের মধ্যে পড়লেন। এ দিকে ঠিক সময়ে কাজে পৌঁছানো দরকার। কিন্তু উপায় নেই! অতএব শুধু অসহায়ের মতো অপেক্ষা করা। কিন্তু আর নয়। এবার সেই মুশকিল আসান করতে হাজির হয়েছে একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা। তাদের দাবি, এমন একটা মডেলের গাড়ি তৈরি করেছে যা যানজটের মধ্যেও অনায়াসে চলবে। অতএব অসহায়ের মতো আর অপেক্ষা নয়।

এই গাড়ি উৎপাদনকারী সংস্থা জানিয়েছে, এই গাড়ির চাকার মধ্যে এমন হাইড্রোলিক লাগানো হয়েছে যা গাড়িটিকে ৫ ফুট উপরে তুলে দেবে। আর অনায়াসে যানজটে আটকে থাকা অন্য গাড়িগুলির উপর দিয়ে যেতে পারবে। গাড়িটির প্রোমোশনের জন্য একটি ভিডিও প্রকাশ করেছে সংস্থা। সেই ভিডিওটি এখন রীতিমতো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি দেখার পর আপনিও হয়ত মনে মনে ভাববেন, আহা! এমন গাড়ি পেলে যানজটকে থোরাই কেয়ার!

কিন্তু এই ভিডিওটি নিয়ে প্রশ্ন তুলেছে এক বিখ্যাত গাড়িপ্রস্তুত সংস্থা। তাদের মতে, কোনও ভাবেই গাড়িকে এ রকম লিফ্ট করিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। এটা একেবারেই মানুষকে বোকা বানানোর চেষ্টা। সস্তা বিজ্ঞাপনী চমক।

গাড়িটি নিয়ে যতই প্রশ্ন উঠুক, এটা কিন্তু মানুষের কাছে হিরো হয়ে উঠেছে। যদি এমন গাড়ি ভবিষ্যতে আসেও, তা হলে সত্যি যানজটকে থোরাই কেয়ার বলাই যায়।

ভিডিও-

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিজ্ঞান ও প্রযুক্তি -এর সর্বশেষ