facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

গলায় ক্যান্সারের ৬ উপসর্গ


০৭ ডিসেম্বর ২০১৬ বুধবার, ০৬:০০  পিএম

ডা. মোড়ল নজরুল ইসলাম

শেয়ার বিজনেস24.কম


গলায় ক্যান্সারের ৬ উপসর্গ

সাধারণত আমরা ক্যান্সার বলতে ফুসফুসের ক্যান্সার, কোলন ক্যান্সার, পোস্টেট ক্যান্সার এবং মহিলাদের ব্রেস্ট ও জরায়ুর ক্যান্সারকে অধিক বুঝি অথবা অধিক শুনে থাকি। কিন্তু গলার ক্যান্সারও হতে পারে এবং এ ধরনের ক্যান্সারের ঝুঁকিসমূহ আমরা অনেক ক্ষেত্রে অবহেলা করে থাকি। আপনার গলায় যদি কোনো লাম্প বা চাকা প্রতীয়মান হয় তাহলে প্রথমে বুঝতে হবে গলার ক্যান্সারের ঝুঁকির কথা। এমনই বলেছেন, নিউইয়র্কের মাউন্ট সাইনাই হেলথ সিস্টেম-এর ইএনটি বিভাগের চেয়ারম্যান ড: এরিক জেনডেন।
 
সাধারণত এ ধরনের চাকা গলার সম্মুখভাগে চোয়ালের নীচে থাকে। ঘাড়ের যে কোনো পাশেই এ ধরনের চাকা হতে পারে। গলায় বা ঘাড়ে এ ধরনের চাকা হলে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়। এছাড়া গলার স্বর বা কণ্ঠস্বরের পরিবর্তন, যদি আপনার পার্টনারের এইচপিভি সংক্রমণ ঘটে থাকে, যদি সারাক্ষণ মনে হয় আপনার গলায় কিছু আটকে আছে, কাশির সঙ্গে যদি রক্ত যায়, প্রায়শই বা বারবার গলায় ইনফেকশন বা থ্রট ইনফেকশন হয় তাহলে এসব অবহেলা করা উচিত নয়। এ ধরনের লক্ষণ থাকলে অবশ্যই চিকিত্সকের পরামর্শ নেয়া উচিত।
 
 
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: