facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

খড়গ এড়াতে শেয়ার কেনার হিরিক পড়ার আভাস


১৭ ফেব্রুয়ারি ২০১৮ শনিবার, ০২:১১  পিএম


খড়গ এড়াতে শেয়ার কেনার হিরিক পড়ার আভাস

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালকদের এককভাবে দুই শতাংশ এবং সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের নির্দেশনা রয়েছে। ২০১১ সালের ২২ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) জারি করা এই নির্দেশনা বাস্তবায়নে বর্তমানে কঠোর অবস্থানে রয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্য মতে, বর্তমানে ৪৩ কোম্পানির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণ নেই। এসব কোম্পানিকে তাদের বিদ্যমান শেয়ার ধারণের সঙ্গে প্রয়োজনীয় শেয়ার সংখ্যা যোগ করে কোম্পানিগুলোর স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার ধারণের কোটা পূরণ করতে হবে। আর এই ৩০ শতাংশ শেয়ার ধারণে কোটা পূরণ করতে কোম্পানিগুলোকে বিপুল পরিমাণ শেয়ার কিনতে হবে। এক্ষেত্রে তালিকাভুক্ত ৪৩ কোম্পানিকে মোট ১১৭ কোটি ৩২ লাখ ৪৯ হাজার ৬৮টি শেয়ার কিনতে হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে।

কোম্পানিগুলো হলো: একটিভ ফাইন ক্যামিকেল, আফতাব অটোমোবাইলস, অগ্নি সিস্টেমস, এপেক্স ফুটওয়্যার, এ্যাপোলো ইষ্পাত, বারাকা পাওয়ার, বিডিকম অনলাইন, বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট, বিডি থাই এলমুনিয়াম, বেক্সিমকো লিমিটেড, বিজিআইসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, সি এন্ড এ টেক্সটাইল, ডেল্টা স্পিনার্স, দুলামিয়া কটন স্পিনিং, এমারেল্ড অয়েল, ফ্যামিলিটেক্স বিডি, ফাইন ফুডস, ফুওয়াং সিরামিকস, ফু-ওয়াং ফুডস, জেনারেশন ফ্যাশন নেক্সট লিমিটেড, আইএফআইসি ব্যাংক,ইনটেক লিমিটেড, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড, ম্যাকসনস স্পিনিং মিলস, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মেট্রো স্পিনিং লিমিটেড, মিথুন নিটিং অ্যান্ড ডায়িং, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেড, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি, ফার্মা এইড, রহিমা ফুড করপোরেশন, রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস, সালভো কেমিক্যাল, সুহৃদ ইন্ডাষ্ট্রিজ, স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ, ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি),উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরী এবং উত্তরা ব্যাংক লিমিটেড।

একটিভ ফাইন ক্যামিকেলের মোট শেয়ারের পরিমাণ ১৯ কোটি ৯৯ লাখ ৪৭ হাজার ১৫০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১২.০২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৭.৯৮ শতাংশ বা ৩ কোটি ৫৯ লাখ ৪৯৮টি শেয়ার কিনতে হবে।

আফতাব অটোমোবাইলসের মোট শেয়ারের পরিমাণ ৯ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৪২২টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৮.৪২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১.৫৮ শতাংশ বা ১৫ লাখ ১২ হাজার ৫৭৩টি শেয়ার কিনতে হবে।

অগ্নি সিস্টেমস লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৬ কোটি ৯১ লাখ ১ হাজার ১৩৭টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১১.৪০ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৮.৬০ শতাংশ বা ১ কোটি ২৮ লাখ ৫২ হাজার ৮১২ টি শেয়ার কিনতে হবে।

এপেক্স ফুটওয়্যার লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ১২ লাখ ৫০ হাজার । কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৯.৪২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১০.৫৮ শতাংশ বা ১১ লাখ ৯০ হাজার ২৫০টি শেয়ার কিনতে হবে।

এ্যাপোলো ইষ্পাত কমপ্লেক্সের মোট শেয়ারের পরিমাণ ৩৮ কোটি ৯৬ লাখ ২০ হাজার। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২১.৯০ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৮.১০ শতাংশ বা ৩ কোটি ১৫ লাখ ৫৯ হাজার ২২০ টি শেয়ার কিনতে হবে।

বারাকা পাওয়ার লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ২০ কোটি ৫৫ হাজার ৭৮৮টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৮.৯৩ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১১.০৭ শতাংশ বা ২ কোটি ২১ লাখ ৪৬ হাজার ১৭৬ টি শেয়ার কিনতে হবে।

বিডিকম অনলাইনের মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ৬৫ লাখ ২২ হাজার ১৩৬টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৩.১০ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৬.৯০ শতাংশ বা ৩২ লাখ ১০ হাজার ২৮ টি শেয়ার কিনতে হবে।

বিডি ফাইন্যান্স অ্যান্ড ইনভেষ্টমেন্ট লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার ২২৩টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৫.১৭ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৪.৮৩ শতাংশ বা ৬৬ লাখ ৮৭ হাজার ৩৩৯ টি শেয়ার কিনতে হবে।

বিডি থাই এলমুনিয়ামের মোট শেয়ারের পরিমাণ ১১ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৭৩৬টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৩.১৩ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৬.৮৭ শতাংশ বা ৭৯ লাখ ২৭ হাজার ৮৯৪ টি শেয়ার কিনতে হবে।

বেক্সিমকো লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৮৩ কোটি ৪৫ লাখ ৮৯ হাজার ৪১০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২০.১৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৯.৮৫ শতাংশ বা ৮ কোটি ২২ লাখ ৭ হাজার ৫৭টি শেয়ার কিনতে হবে।

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৫ কোটি ৪০ লাখ ২৭ হাজার ২৫৫টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৬.১৬ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৩.৮৪ শতাংশ বা ৭৪ লাখ ৭৭ হাজার ৩৭৩টি শেয়ার কিনতে হবে।

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৪০ কোটি ৫৫ লাখ ৫৬ হাজার ৪৪৫টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৩.১৮ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৬.৮২ শতাংশ বা ৬ কোটি ৮২ লাখ ১৪ হাজার ৫৯৫টি শেয়ার কিনতে হবে।

সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের মোট শেয়ারের পরিমাণ ১১ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৪২টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৫.৮৯ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৪.১১ শতাংশ বা ৪৬ লাখ ৮৯ হাজার ৩৪৮টি শেয়ার কিনতে হবে।

সি এন্ড এ টেক্সটাইল লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ২৩ কোটি ৯৩ লাখ ১৬ হাজার। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২২.১৪ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৭.৮৬ শতাংশ বা ১ কোটি ৮৮ লাখ ১০ হাজার ২৩৭টি শেয়ার কিনতে হবে।

ডেল্টা স্পিনার্সের মোট শেয়ারের পরিমাণ ১৬ কোটি ৬৪ লাখ ৮১ হাজার ৯৬৪টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৮ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১২ শতাংশ বা ১ কোটি ৯৯ লাখ ৭৭ হাজার ৮৩৬টি শেয়ার কিনতে হবে।

দুলামিয়া কটন স্পিনিং মিলসের মোট শেয়ারের পরিমাণ ৭৫ লাখ ৫৬ হাজার ৬০০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২১.০৪ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৮.৯৬ শতাংশ বা ৬ লাখ ৭৭ হাজার ৭২টি শেয়ার কিনতে হবে।

এমারেল্ড অয়েল ইন্ডাষ্ট্রিজের মোট শেয়ারের পরিমাণ ৫ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ৫০০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৮.৪২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১.৫৮ শতাংশ বা ৯ লাখ ৪৩ হাজার ৪৭৪টি শেয়ার কিনতে হবে।

ফ্যামিলিটেক্স বিডির মোট শেয়ারের পরিমাণ ৩৩ কোটি ৭২ লাখ ৯৫ হাজার ৬০৯টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২২.৪৩ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৭.৫৭ শতাংশ বা ২ কোটি ৫৫ লাখ ৩৩ হাজার ২৭৮টি শেয়ার কিনতে হবে।

ফাইন ফুডস লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৯১২টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১.০৬ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৮.৯৪ শতাংশ বা ৩৯ লাখ ২৬ হাজার ২৬৫টি শেয়ার কিনতে হবে।

ফুওয়াং সিরামিকস ইন্ডাষ্ট্রিজের মোট শেয়ারের পরিমাণ ১২ কোটি ৩৮ লাখ ৮০ হাজার ৯৯৫টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৫.৩৩ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৪.৬৭ শতাংশ বা ৩ কোটি ৫ লাখ ৬১ হাজার ৪৪১টি শেয়ার কিনতে হবে।

ফু-ওয়াং ফুডসের মোট শেয়ারের পরিমাণ ১০ কোটি ৭ লাখ ৬২ হাজার ৯৮৭টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৬.৪২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৩.৫৮ শতাংশ বা ২ কোটি ৩৭ লাখ ৫৯ হাজার ৯১৩টি শেয়ার কিনতে হবে।

জেনারেশন ফ্যাশন নেক্সট লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৪৪ কোটি ৯৯ লাখ ৭৬ হাজার ৮৬৯টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৩.৮২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৬.১৮ শতাংশ বা ৭ কোটি ২৮ লাখ ৬ হাজার ২৫৮টি শেয়ার কিনতে হবে।

আইএফআইসি ব্যাংক লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১১৯ কোটি ৫৩ লাখ ২ হাজার ৪৪২টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৫.৯২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৪.০৮ শতাংশ বা ২৮ কোটি ৭৮ লাখ ২৮ হাজার ৮২৮টি শেয়ার কিনতে হবে।

ইনটেক লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ২ কোটি ৮২ লাখ ১৭ হাজার ৩২১টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৪.৭৭ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৫.২৩ শতাংশ বা ৭১ লাখ ১৯ হাজার ২৩০টি শেয়ার কিনতে হবে।

ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২১.৬৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৮.৩৫ শতাংশ বা ৯ লাখ ১১ হাজার ৮২১টি শেয়ার কিনতে হবে।

কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৪৯ লাখ ২ হাজার ৫৩০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৪.০৬ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৫.৯৪ শতাংশ বা ২ লাখ ৯১ হাজার ২১১টি শেয়ার কিনতে হবে।

ম্যাকসনস স্পিনিং মিলস লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ২৩ কোটি ৮২ লাখ ৩২ হাজার ৫৩৯টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৪.৪৬ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৫.৫৪ শতাংশ বা ১ কোটি ৩১ লাখ ৯৮ হাজার ৮২টি শেয়ার কিনতে হবে।

মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের মোট শেয়ারের পরিমাণ ৩ কোটি ৩৫ লাখ ২১ হাজার ৯১৪টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৮.৪৩ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১১.৫৭ শতাংশ বা ৩৮ লাখ ৭৮ হাজার ৪৮৬টি শেয়ার কিনতে হবে।

মেট্রো স্পিনিং লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৬ কোটি ৪ লাখ ৮৮ হাজার ৫০৫টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৪.৫২ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৫.৪৮ শতাংশ বা ৩৩ লাখ ১৪ হাজার ৭৭০টি শেয়ার কিনতে হবে।

মিথুন নিটিং অ্যান্ড ডায়িং লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৩ কোটি ২৪ লাখ ৯১ হাজার ১৬২টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৭.২০ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১২.৮০ শতাংশ বা ৪১ লাখ ৫৮ হাজার ৮৬৯টি শেয়ার কিনতে হবে।

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ২৩৭ কোটি ৪ লাখ ৫৩ হাজার ৪৯৪টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৭.৯৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২.০৫ শতাংশ বা ৪ কোটি ৮৫ লাখ ৯৪ হাজার ২৯৭টি শেয়ার কিনতে হবে।

অলিম্পিক এক্সেসরিজ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১৫ কোটি ৪১ লাখ ১৫ হাজার ৪৩৮টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৫.৮১ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৪.১৯ শতাংশ বা ৬৪ লাখ ৫৭ হাজার ৪৩৭টি শেয়ার কিনতে হবে।

অলিম্পিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১৯ কোটি ৯৯ লাখ ৩৮ হাজার ৮৮৬টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৭.৭৭ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২.২৩ শতাংশ বা ৪৪ লাখ ৫৮ হাজার ৬৩৮টি শেয়ার কিনতে হবে।

পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৪ কোটি ৬২ লাখ। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২১.০৭ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৮.৯৩ শতাংশ বা ৪১ লাখ ২৫ হাজার ৬৬০টি শেয়ার কিনতে হবে।

ফার্মা এইডের মোট শেয়ারের পরিমাণ ৩১ লাখ ২০ হাজার। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৪.৮৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৫.১৫ শতাংশ বা ১ লাখ ৬০ হাজার ৬৮০টি শেয়ার কিনতে হবে।

রহিমা ফুড করপোরেশনের মোট শেয়ারের পরিমাণ ২ কোটি ২০০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৪.৪৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৫.৫৫ শতাংশ বা ১১ লাখ ১০ হাজার ১২টি শেয়ার কিনতে হবে।

রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৬ কোটি ৫৫ লাখ ৯১ হাজার ৬৮০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৩.৪৮ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৬.৫২ শতাংশ বা ৪২ লাখ ৭৬ হাজার ৫৭৮টি শেয়ার কিনতে হবে।

সালভো কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৬ কোটি ১৯ লাখ ২৬ হাজার ৪৭১টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২২.১৪ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ৭.৮৬ শতাংশ বা ৪৮ লাখ ৬৭ হাজার ৪২১টি শেয়ার কিনতে হবে।

সুহৃদ ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৫ কোটি ২১ লাখ ৫২ হাজার ৫০০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১৩.৩৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৬.৬৫ শতাংশ বা ৮৬ লাখ ৮৩ হাজার ৩৯২টি শেয়ার কিনতে হবে।

স্ট্যান্ডার্ড সিরামিক ইন্ডাষ্ট্রিজ লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৬৪ লাখ ৬০ হাজার ৬৫০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ২৮.৪৫ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১.৫৫ শতাংশ বা ১ লাখ ১৪১টি শেয়ার কিনতে হবে।

ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি) লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৮২ কোটি ৮০ লাখ ৯৮ হাজার ৪৮০টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৪.১৬ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২৫.৮৪ শতাংশ বা ২১ কোটি ৩৯ লাখ ৮০ হাজার ৬৪৮টি শেয়ার কিনতে হবে।

উসমানিয়া গ্লাস সিট ফ্যাক্টরী লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ১ কোটি ৫৮ লাখ ২৮ হাজার ৯১টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ৮.০৯ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ২১.৯১ শতাংশ বা ৩৪ লাখ ৬৭ হাজার ৯৩৫টি শেয়ার কিনতে হবে।

উত্তরা ব্যাংক লিমিটেডের মোট শেয়ারের পরিমাণ ৪০ কোটি ৮০ হাজার ৩৩৭টি। কোম্পানিটির স্পন্সর পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ধারণের পরিমাণ ১২.৫৮ শতাংশ। অর্থাৎ কোম্পানিটিকে ৩০ শতাংশ শেয়ার ধারণের জন্য আরো ১৭.৪২ শতাংশ বা ৬ কোটি ৯৬ লাখ ৯৩ হাজার ৯৯৫টি শেয়ার কিনতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: