facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

খালেদাকে সাজা দিলে দেশে নির্বাচন হবে না : বিএনপি


১৫ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার, ১০:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


খালেদাকে সাজা দিলে দেশে নির্বাচন হবে না : বিএনপি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এদেশে নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে মঙ্গলবার বিকেলে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

এনপিপি’র চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ডেমোক্রেটিক লীগের সভাপতি সাইফুদ্দিন মনির, জাতীয় পার্টির মহাসচিব (কাজী জাফর অংশ) মোস্তফা জামাল হায়দার প্রমুখ।

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে সহায়ক সরকারের দাবি` শীর্ষক আলোচনা সভাটির আয়োজন করে ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল সরকারের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে যদি কেউ মনে করে নির্বাচন করবে, তাহলে সেটা হবে না। খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়ে যদি জেলে পাঠানো হয় তাহলে এই দেশে নির্বাচন হবে না। কোনো দেশপ্রেমিক মানুষ সেই নির্বাচনে অংশগ্রহণ করবে না।

তিনি বলেন, কেরিকেচার, আর ফুটবলের ভাষায় বলে ডিবলিং- এগুলো বাদ দিয়ে দেশের প্রয়োজনে সমগ্র দলগুলোকে ডাকুন, ডেকে সামনের নির্বাচনে যেন সকলে অংশগ্রহণ করতে পারে সে রকম একটা ব্যবস্থা নিন।

নির্বাচনকালীন সময়ে যদি নিরপেক্ষ সরকার না হয় তবে নির্বাচন সুষ্ঠু হতে পারে না- দাবি করে তিনি আরও বলেন, ‘আমরা নির্বাচন করতে চাই, কিন্তু সেই নির্বাচন লেবেল প্লেয়িং ফিল্ড সমান হতে হবে।  সেটা সকল দলকে নিয়ে করতে হবে।’

তিনি বলেন, জাতীয় নির্বাচনে আমরা অংশ নেব কিনা তা নির্ভর করবে, সে সময় কোন ধরনের সরকার থাকবে এবং কেমন নির্বাচন কমিশনার থাকবে- সেগুলোর উপর।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি কেন ইতিহাসের অমর ব্যক্তি হচ্ছেন না? কেন একটি নিরপেক্ষ সরকার এবং নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন দিচ্ছেন না? কেন এতো আপত্তি? সাহস থাকলে আসুন, পদত্যাগ করেন। একটা লেবেল প্লেয়িং ফিল্ড হোক। খালেদা জিয়া বাইরে আছেন, আপনিও আসুন। জনগণ যাকে ভোট দিবে সেটাই মেনে নেব। অসুবিধা কোথায়? কারণ আপনি জানেন, আপনি যেখানে আছেন সেখান থেকে সরে গেলেই জনগণ আর আপনার পাশে থাকবে না। এজন্য আপনারা এগুলো করতে চাইছেন না।

শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব। সারা বিশ্ব তাকে সংবর্ধনা দিচ্ছে। আর আপনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) ব্যক্তিগতভাবে তাকে শত্রু হিসেবে চিহ্নিত করছেন। তাকে আপনি থামাতে পারবেন না। ইউনূস সাহেব তার নিজের গতিতেই চলবেন।


শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: