facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

খারাপ সময়েও জেড ক্যাটাগরির চমক চলছেই


১৫ মার্চ ২০১৮ বৃহস্পতিবার, ০২:৪৬  পিএম

নিজস্ব প্রতিবেদক


খারাপ সময়েও জেড ক্যাটাগরির চমক চলছেই

টানা তিন দিন পতনের পর গতকাল বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেন হওয়া বেশিরভাগ শেয়ারের বাজারদর বেড়েছে। এতে ডিএসইএক্সও ১১ পয়েন্ট বেড়েছে। যদিও আগের তিন দিনে সূচকটি ২০৪ পয়েন্ট হারিয়েছিল। লেনদেন বিশ্নেষণে দেখা গেছে, যেখানে `এ` ক্যাটাগরির লেনদেন হওয়া ৫৫ শতাংশের বাজারদর বেড়েছে, সেখানে ৮১ শতাংশের দর বেড়েছে `জেড` ক্যাটাগরিভুক্ত শেয়ারের। এমনকি দরবৃদ্ধির শীর্ষ ১২টির মধ্যে ১১টিই ছিল `জেড` ক্যাটাগরির। এগুলোর দর বেড়েছে সাড়ে ৫ থেকে প্রায় ১০ শতাংশ। শুধু গতকাল নয়, সাম্প্রতিক পতনমুখ বাজারে দুর্বল মৌল ভিত্তির শেয়ারগুলোর দাম বাড়ছে।

এদিকে শেয়ার ও সূচক বাড়লেও লেনদেনে খরা কাটেনি, বরং আরও কমেছে। গতকাল ডিএসইতে ২২৪ কোটি টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়, যা গত বছরের ১০ জুলাইয়ের পর সর্বনিম্ন। গতকালের এ লেনদেন মঙ্গলবারের তুলনায় সোয়া ৫৮ কোটি টাকা কম। এ ছাড়া সিএসইতে ১১ কোটি ২৪ লাখ টাকা মূল্যের শেয়ার কেনাবেচা হয়েছে।

লেনদেন পর্যবেক্ষণে দেখা গেছে, টানা দরপতনের পর গতকাল দিনের লেনদেনের শুরু হয় বেশ ঊর্ধ্বমুখী ধারায়। বিক্রয় আদেশের তুলনায় শেয়ার কেনার আদেশ অনেক বেশি থাকায় বেশিরভাগের দর বেড়ে যায়। এতে প্রথম আধ ঘণ্টায় বেশিরভাগ শেয়ারের দর বাড়লে ডিএসইএক্স সূচক ৫১ পয়েন্ট বেড়ে ৫৬৭৫ পয়েন্ট ছাড়ায়। এর পরই শেয়ার বিক্রির চাপ এলে পরের দেড় ঘণ্টায় বেশিরভাগ শেয়ার; বিশেষ করে বৃহৎ মূলধনী কোম্পানিগুলোর শেয়ার শুরুর তুলনায় দর হারাতে থাকে। এতে দুপুর সোয়া ১২টার পর ডিএসইএক্স সূচক আগের অবস্থানের তুলনায় ৬৬ পয়েন্ট এবং মঙ্গলবারের ক্লোজিং অবস্থানের তুলনায় ১৪ পয়েন্ট হারিয়ে ৫৬০৯ পয়েন্টে নামে। শেষ পর্যায়ে কয়েকটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শেয়ার কিনে পতনমুখ অবস্থা সামাল দেয় বলে সূত্র জানিয়েছে।

শেয়ার ক্যাটাগরি হিসেবে গতকাল `জেড`ভুক্ত বেশিরভাগ শেয়ারের দর বেড়েছে বেশি। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ডিএসইতে `জেড` ক্যাটাগরিভুক্ত শেয়ার আছে ৪২টি। এর মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে চারটির। বাকি চারটির দর অপরিবর্তিত ছিল। বিপরীতে `এ` ক্যাটাগরিভুক্ত ২৭১টি শেয়ারের মধ্যে ৫৫ শতাংশের দর বেড়েছে। এছাড়া `বি` ক্যাটাগরিভুক্ত ২০ কোম্পানির মধ্যে দর বেড়েছে ৪০ শতাংশের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: