facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ৬ বাংলাদেশি


১৮ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৫:৩৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


ক্রিকইনফোর বর্ষসেরার তালিকায় ৬ বাংলাদেশি

২০১৬ সালটা স্বপ্নের মতো গেছে বাংলাদেশের। ঘরের মাঠে যারা সামনে পড়েছে তারাই হেরেছে। এমন সাফল্য এসেছে দলগত প্রচেষ্টায়। যারা সেই সাফল্যের দাবিদার, তাদের মধ্যে থেকে ছয়জন ঠাঁই পেয়েছেন ক্রিকেট ভিত্তিক ওয়েব-সাইট ক্রিকইনফোর বর্ষসেরা ক্রিকেটারের তালিকায়-তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মোস্তাফিজুর রহমান এবং মাশরাফি বিন মর্তুজা।

সেরা টেস্ট ব্যাটিংয়ের জন্য ব্যক্তিগত একটি ‘সেরা’ ইনিংসকে বিবেচনায় নিয়ে এই তালিকায় করা হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে ১৪৭ বলে ১০৪ রান করার জন্য এই তালিকায় আছেন তামিম ইকবাল। অন্যান্যদের মধ্যে রয়েছেন, বেন স্টোকস, টেমবা বাভুমার, ব্রেন্ডন ম্যাককালাম, মিসবাহ-উল-হক, ইউনিস খান, কুসল মেন্ডিস, জেপি ডুমিনি, বিরাট কোহলি ও পিটার হ্যান্ডসকম।

টেস্টের সেরা বোলিং পারফরম্যান্সের তালিকায় রয়েছেন মেহেদী হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টে মিরাজের ৭৭ রানের ৬ উইকেট মনোনয়ন পেয়েছে এ বিভাগে। তার সাথে এ বিভাগে মনোনয়ন পেয়েছে স্টুয়ার্ট ব্রড, ইয়াসির শাহ, রঙ্গনা হেরাথ, পেরেরা, অশ্বিন, ফিলান্ডার, রাবাদা, টিম সাউদি, জাদেজা।

টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিংয়ের তালিকায় বাংলাদেশের দুটি ইনিংস রয়েছে। এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে মাহমুদউল্লাহ রিয়াদের ২২ রানের ইনিংস ও শ্রীলঙ্কার বিপক্ষে সাব্বির রহমানের ৮০ রানের ইনিংস। এই তালিকায় আরো আছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি, ক্রিস গেইল, জো রুট, লেন্ডল সিমন্স, কার্লোস ব্রাথওয়েট, মারলন স্যামুয়েলস ও গ্লেন ম্যাক্সওয়েল।

টি-টোয়েন্টিতে সেরা বোলিংয়ে মনোনয়ন পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে  নিউজিল্যান্ডের বিপক্ষে ২২ রানে ৫ উইকেট নিয়ে তিনি এই তালিকায় ঠাঁই পেয়েছেন। ওই ম্যাচে হেরেছিল বাংলাদেশ। তার সাথে পাকিস্তানের মোহাম্মদ আমির, কসুন রাজিতা, মিশেল সান্টনার, অশ্বিন, জেমস ফকনার, ক্রিস জর্দান, ডোয়াইন ব্রাভো ও ইমাদ ওয়াসিম জায়গা পেয়েছেন।

এছাড়া বর্ষসেরা অধিনায়কের তালিকায় নাম রয়েছে মাশরাফি বিন মর্তুজার। সম্প্রতি একটি নিবন্ধে বাংলাদেশ অধিনায়কের প্রশংসা করে ওয়েবসাইটটি লিখেছে, ‘তিনি একজন অনুপ্রেরণাদায়ী নেতা, ড্রেসিংরুম থেকে বোর্ডরুম সবখানেই সম্মানিত। বাংলাদেশের ক্রিকেটে যা বেশ বিরল। ভঙ্গুর শরীর নিয়ে লড়াই চালিয়েই তিনি তার দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তিনি বাংলাদেশকে একটি শক্তিশালী দলে পরিণত করেছেন। ২০১৫ সালের আগে যা কখনো দেখা যায়নি।’

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: