facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

কোম্পানির আইপিওর টাকার ওপর কঠোর নজরদারি বিএসইসির


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৩:২৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


কোম্পানির আইপিওর টাকার ওপর কঠোর নজরদারি বিএসইসির

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সংগৃহিত অর্থ ব্যাংকে এফডিআর করে রাখা যাবে না বলে শর্ত আরোপ করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। উত্তোলিত অর্থ কখন, কোথায় এবং কী প্রক্রিয়ায় ব্যবহৃত হচ্ছে সব তথ্য কোম্পানির ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।

এরই মধ্যে দেশের উভয় স্টক এক্সেচেঞ্জে তালিকাভুক্ত অনেক কোম্পানি আইপিওর টাকা ব্যাংকে এফডিআর করেছে। নতুন নীতিমালা অনুযায়ী কোম্পানির ঘোষণার বাইরে উত্তোলিত অর্থ ব্যবহার করতে পারবে না।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এমন নির্দেশনা জারি করেছে।

আইপিওর সমুদয় অর্থ খরচ ব্যাংক হিসাবের মাধ্যমে সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও কিছু কোম্পানি নিয়ম মানছে না বলেও প্রমাণ মিলেছে। এমন প্রেক্ষাপটে নিয়ন্ত্রক সংস্থা নতুন এ শর্ত আরোপ করেছে।

সংস্থার মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান বলেন, কিছু কোম্পানি আইপিওর অর্থ শর্ত অনুযায়ী খরচ করেনি বলে প্রমাণ পেয়েছে বিএসইসি। কোনো কোনো কোম্পানি নির্ধারিত সময়ের মধ্যে অর্থ খরচ করেনি। এ অবস্থায় স্বচ্ছতা বিধানের জন্য কমিশন নতুন করে শর্ত আরোপ করেছে।

শেফার্ড ইন্ডাস্ট্রিজের প্রসপেক্টাস পর্যালোচনায় দেখা গেছে, আইপিও অর্থ উত্তোলনের পর প্রতি মাস শেষে ১৫ দিনের মধ্যে উত্তোলিত অর্থের কত অংশ খরচ হয়েছে তার প্রতিবেদন স্টক এক্সচেঞ্জ ও নিয়ন্ত্রক সংস্থা কার্যালয়ে জমা দিতে হবে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: