facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

কুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর শুরু


২৩ অক্টোবর ২০১৬ রবিবার, ০৯:০৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


কুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ অক্টোবর শুরু

খুলনা প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০১৬-২০১৭ শিক্ষা বর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২৮ অক্টোবর থেকে শুরু হবে।
 
প্রথম দিন প্রকৌশল ও আরবান এবং আঞ্চলিক পরিকল্পনা বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্টিত হবে। এবার প্রতিটি আসনের জন্য ১৩জন শিক্ষার্থী পরীক্ষা দেবে।
 
কুয়েট সূত্র জানায়, বিএসসি প্রকৌশলী এবং ব্যাচেলর অব আরবান বিভাগের ১ হাজার ৫ টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৭১৭জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য মনোনিত হয়েছে। এবছর মোট ১৩ হাজার ২২৪জন শিক্ষার্থী আবেদন করেছিল।
 
এবছর নতুন করে আরো ৩টি বিভাগ খোলা হয়েছে। এই তিন বিভাগে আরো ৩শত শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।
 
ভর্তি পরীক্ষা মোট ৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।
 
কুয়েট ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে গ্রহণ করতে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি কেন্দ্রে ও কক্ষে সিসিটিভি স্থাপন করা হবে। বাসস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: