facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৩ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

কিনতে চেয়েও পাচ্ছেন না দুই কোম্পানির শেয়ার


০৩ মে ২০১৮ বৃহস্পতিবার, ০২:৫০  পিএম

নিজস্ব প্রতিবেদক


কিনতে চেয়েও পাচ্ছেন না দুই কোম্পানির শেয়ার

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেনে বিক্রেতা সংকট দেখা দিয়েছে। আর এই বিক্রেতা সংকটের কারণে এসব কোম্পানির শেয়ার দরে ঊর্ধ্বমুখী প্রবণতা বিরাজ করছে। কোম্পানি দুটি হলো: কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড এবং সোনালী আঁশ ইন্ডাষ্ট্রিজ লিমিটেড । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কুইন সাউথের শেয়ার দর এখন পর্যন্ত ৯.৮২ শতাংশ বা ৩.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ৪৩.৬০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির সর্বমোট ২৩ লাখ ৩৭ হাজার ৭০৬টি শেয়ার ৮৫৩ বার হাতবদল হয়ে হল্টেড হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ১০ কোটি ১০ লাখ ৭৮ হাজার টাকা।

সোনালী আঁশের শেয়ার দর এখন পর্যন্ত ৮.৭৩ শতাংশ বা ২৩.৯০ টাকা বৃদ্ধি পেয়ে সর্বশেষ ২৯৭.৮০ টাকায় লেনদেন হয়েছে। কোম্পানিটির সর্বমোট ১৫ হাজার ৩১৯টি শেয়ার ২৭৭ বার হাতবদল হয়ে হল্টেড হয়। যার বাজার মূল্য দাঁড়ায় ৪৪ লাখ ৩৮ হাজার টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

শেয়ারবাজার -এর সর্বশেষ