facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

কারচালককে হত্যার ঘটনায় সোহেলকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ


০৭ মার্চ ২০১৭ মঙ্গলবার, ০৫:২৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


কারচালককে হত্যার ঘটনায় সোহেলকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

রাজধানীর রমনা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিয়েছে পুলিশ।

মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম আবদুল্লাহ আল মাসুদের আদালতে সোহেলকে হাজির করে পুলিশ। প্রাইভেট কারচালক আবুল কালাম হত্যা মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হয়। শুনানি শেষে সোহেলের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

আদালতে সোহেলের পক্ষে জামিনের আবেদন করা হয়। আদালত শুনানি নিয়ে এ আবেদন নামঞ্জুর করেন।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৫ সালের ৯ জানুয়ারি অবরোধ চলকালে রমনা থানা এলাকায় একটি প্রাইভেট কারে পেট্রলবোমা ছোড়া হয়। এতে চালক আবুল কালাম দগ্ধ হন। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় রমনা থানায় মামলা করে পুলিশ। রিমান্ডের আবেদনে বলা হয়, ওই ঘটনায় সোহেলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

সোমবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন সোহেল। কিন্তু তাঁকে কারাফটক থেকে গোয়েন্দা পুলিশের একটি দল নিয়ে যায় বলে অভিযোগ করে বিএনপি। আজ সোহেলকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নিল পুলিশ।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ