facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে কবির বিন আনোয়ার


১০ নভেম্বর ২০২০ মঙ্গলবার, ০২:২২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


করোনা আক্রান্ত হয়ে আইসোলেশনে কবির বিন আনোয়ার

পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার করোনায় আক্রান্ত হয়ে এখন হোম আইসোলেশনে আছেন।

সিনিয়র সচিবের একান্ত সচিব (পিএস) এস এম সাদিক তানভীর এ তথ্য জানান।

সিনিয়র সচিবের একান্ত সচিব বলেন, স্যার করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। সম্প্রতি আক্রান্ত হলেও এখনো তার কোনো জটিলতা হয়নি। এখন বাসায় আইসোলেশনে আছেন তিনি।

মেধাবী কবির বিন আনোয়ার বিসিএস প্রশাসন ক্যাডারের সপ্তম ব্যাচের কর্মকর্তা। ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি সহকারী কমিশনার হিসেবে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। এছাড়া সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার হিসেবে মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন কবির বিন আনোয়ার।

সহকারী সচিব হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়, ফার্স্ট সেক্রেটারি হিসেবে নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস, সিনিয়র সহকারী সচিব হিসেবে অর্থ মন্ত্রণালয়, উপসচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এবং সরকারের অতিরিক্ত সচিব হিসেবে মহাপরিচালক (প্রশাসন) প্রধানমন্ত্রীর কার্যালয় পদে কর্মরত ছিলেন তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: