facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

অনিয়ম পেয়েছে সিআরও

কপারটেককে তালিকাভুক্ত করেনি ডিএসই


২৩ মে ২০১৯ বৃহস্পতিবার, ০৫:৩২  পিএম


কপারটেককে তালিকাভুক্ত করেনি ডিএসই

আর্থিক হিসাবে অসঙ্গতির অভিযোগে কপারটেক ইন্ডাস্ট্রিজকে তালিকাভুক্তির সিদ্ধান্ত নিতে পারেনি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ। এখন কোম্পানিটির বিষয়ে করণীয় ঠিক করতে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চিঠি দেবে ডিএসই কর্তৃপক্ষ।

আজ বৃহস্পতিবার ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক সূত্রে জানা যায়, তদন্তে কপারটেক ইন্ডাস্ট্রিজের আর্থিক হিসাবে অসঙ্গতি পেয়েছে ডিএসইর প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তা (সিআরও)। এছাড়া আর্থিক হিসাবে অসঙ্গতি আছে বলে বিভিন্ন গণমাধ্যমে যে তথ্য এসেছে, তারও সত্যতা পেয়েছে। যাতে কোম্পানিটিকে তালিকাভুক্তি করার সিদ্ধান্ত নিতে পারেনি ডিএসইর পর্ষদ। এছাড়া দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অব বাংলাদেশকে (আইসিএবি) নিরীক্ষকের অসহযোগিতাও কোম্পানিটিকে তালিকাভুক্তির অন্তরায় ভূমিকা রেখেছে।

এদিকে এসিআইয়ের বিষয়েও আজকের সভায় তদন্ত রিপোর্ট জমা দেয় সিআরও। যেগুলো বিএসইসিতে পাঠাবে ডিএসই কর্তৃপক্ষ। এক্ষেত্রে করণীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিএসইসিকে সুপারিশ করবে ডিএসই।

আরো খবর : 

২ বছরে কপারটেকের ৫০৫% আয় বৃদ্ধি নিয়ে সন্দেহ! সতর্কতা

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: