facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

এসআইবিএলের ৬০০ কোটি টাকার শেয়ার কিনেছে এসআলম গ্রুপ


২৪ সেপ্টেম্বর ২০১৭ রবিবার, ০২:৫২  পিএম

শেয়ার বিজনেস24.কম


এসআইবিএলের ৬০০ কোটি টাকার শেয়ার কিনেছে এসআলম গ্রুপ

সোস্যাল ইসলামী ব্যাংকের (এসআইবিএল) ২৫ শতাংশ শেয়ার কিনেছে এস আলম গ্রুপ। গত ১৯ সেপ্টেম্বর পর্যন্ত গ্রুপের ১৪টি প্রতিষ্ঠানের নামে ১৮ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৬৩০টি শেয়ার কিনেছে গ্রুপটি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৬০০ কোটি টাকা। ব্যাংকটির শেয়ারপ্রতি দর বৃদ্ধির কারণ অনুসন্ধানে এমন চিত্র মিলেছে।

সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন আইন ও ব্যাংক কোম্পানি আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ শেয়ার কেনা হয়।

অনুসন্ধানে মিলেছে, এস আলম গ্রুপের ১৪টি প্রতিষ্ঠানের নামে ব্যাংকের মোট ১৮ কোটি ২৯ লাখ ১৭ হাজার ৬৩০টি শেয়ার কিনেছে গ্রুপটি। গ্রুপের বিভিন্ন পরিচালকের নামে (বিও একাউন্ট) এসব শেয়ার কেনা হয়েছে।

অনুসন্ধানে প্রকাশ, গ্রুপের প্রতিষ্ঠান গ্লোবাল ট্রেডিং করপোরেশন ১৯ সেপ্টেম্বর পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৩৫ হাজার ৭২৬টি শেয়ার কিনেছে। যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক ০৫ শতাংশ। প্রতিষ্ঠানের পরিচালক মো. রাশেদুল আলমের নামে (বিও হিসাব নং : ১৬০৫১৪০০৬৩৫১৯১৭৪) এই শেয়ার কেনা হয়।

গ্রুপের মালিকাধীন প্রতিষ্ঠান লায়ন সিকিউরিটিজ এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ১ কোটি ৫২ লাখ ৮ হাজার ৯৬০টি শেয়ার কেনা হয়। যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক ০৬ ভাগ। বিও হিসাব নং- ১৬০৫১৪০০৬৩৫২০১৬২।

এস আলম গ্রুপের প্রতিষ্ঠান কোট ম্যান সিমেন্ট কোম্পানি থেকে কেনা হয়েছে ১ কোটি ৫২ লাখ ১০ হাজার শেয়ার। যা ব্যাংকের মোট শেয়ারের ২ দশমিক ৬ শতাংশ।
গ্রুপের কোম্পানি প্রসাদ প্যারাডাইস লিমিটেড থেকে ১ কোটি ৫২ লাখ ১৫ হাজার (২.০৬ শতাংশ) কেনা হয়েছে। গ্রুপ অব কোম্পনির চেয়ারম্যান সাইফুল আলমের ভাই এবং কোম্পানির পরিচালক মো. শহিদুল আলমের নামে এসব শেয়ার কেনা হয়। সব মিলে গ্রুপের ১৪ টি প্রতিষ্ঠানের নামে ব্যাংকের (২৫ শতাংশ) বিপুল পরিমাণ শেয়ার কেনা হয়েছে।

যার প্রভাব পড়তে থাকে কোম্পানির শেয়ারপ্রতি দরে। বাড়তে থাকে কোম্পানির শেয়ার দর। রোববারও দর বাড়তে দেখা যায়।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: