facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

এশিয়া প্যাসিফিকের শেয়ার দরে ঊর্ধ্বগতি


১৯ জুন ২০১৭ সোমবার, ০৮:৫৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


এশিয়া প্যাসিফিকের শেয়ার দরে ঊর্ধ্বগতি

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। শেয়ারটির দর ১ টাকা ৬০ পয়সা বা ৭ দশমিক ১৭ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।


তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৩ টাকা ৯০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৮৪ বারে ২ লাখ ১৩ হাজার ৯৩টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ৫০ লাখ ৫৫ হাজার টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৯০ পয়সা বা ৪ দশমিক ২৫ শতাংশ।

সোমবার শেয়ারটি সর্বশেষ ২২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়। ৩ হাজার ৬০৪ বারে কোম্পানিটি ৮০ লাখ ২৬ হাজার ৫৪৩টি শেয়ার লেনদেন করে; যার বাজার মূল্য ১৭ কোটি ৬৫ লাখ ৪৫ হাজার টাকা।

তৃতীয় স্থানে থাকা আনলিমা ইয়ার্ন ডাইং লিমিটেডের শেয়ার ১ টাকা ৯০ পয়সা বা ৬ দশমিক ২৩ শতাংশ দর বেড়েছে। আজ শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। কোম্পানিটির ৫৭৫ বারে ৩ লাখ ৯৯ হাজার ১৯৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১ কোটি ২৭ লাখ ৬৩ হাজার টাকা।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে– রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, সাফকো স্পিনিং মিলস লিমিটেড, বাংলাদেশ শিপিং কর্পোরেশন, রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ন্যাশনাল টিউবস লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: