facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

এবারও পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী


১১ এপ্রিল ২০১৭ মঙ্গলবার, ০৮:২৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


এবারও পহেলা বৈশাখে ইলিশ খাবেন না প্রধানমন্ত্রী

পহেলা বৈশাখের আয়োজনের অন্যতম অনুষঙ্গ পান্তা-ইলিশ হলেও সুস্বাদু এ মাছ খাবেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ মাছকে বেড়ে উঠার সুযোগ দিতে ইলিশের বদলে সব্জি, মরিচ পোড়া ও ডিম ভাজি খাওয়ারও পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে গত বছরও পহেলা বৈশাখের আয়োজনে ইলিশ ছিল না।

ভারত সফর নিয়ে গণভবনে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পহেলা বৈশাখে কেউ ইলিশ খাবেন না। ইলিশ ধরবেন না। খিচুড়ি, সব্জি, মরিচ পোড়া ও ডিমভাজি খাবেন।

১৪ এপ্রিল শুক্রবার বাংলা পঞ্জিকার নতুন বছর শুরু হচ্ছে। ওই দিন বাঙালির সার্বজনীন উৎসব হিসেবে পহেলা বৈশাখ উদযাপন হয়ে আসছে।

এদিকে এখন ইলিশের বড় হওয়ার মৌসুম। জাটকা সংরক্ষণের জন্য ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশের সব নদীতে ইলিশ ধরা, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে সরকার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ