facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

এবার শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা তুলবে কেডিএস টেক্সটাইল


১৭ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৩:১৭  পিএম

শেয়ার বিজনেস24.কম


এবার শেয়ার ছেড়ে ৫০ কোটি টাকা তুলবে কেডিএস টেক্সটাইল

চট্টগ্রামে শিল্পগ্রুপগুলোর মধ্যে গড়ে ওঠা সেরা একটি গ্রুপ অব কোম্পানি কেডিএস। গ্রুপের চেয়ারম্যান হলেন, খলিলুর রহমান। বাংলাদেশে গার্মেন্টস জগতে জীবন্ত কিংবদন্তি বলা হয় তাকে। কিংবদন্তির একটি কোম্পানি গত বছরে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে।

এরই মধ্যে কেডিএস টেক্সটাইল লিমিটেড নামে আরো একটি কোম্পানি প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে (আইপিও) শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের প্রস্তুতি নিচ্ছে। কেডিএস গ্রুপ এবং দেশের শীর্ষ একটি মার্চেন্ট ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

২০১৫ সালের সেপ্টেম্বরে ১ কোটি ২০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ২৪ কোটি টাকা উত্তোলন করে কেডিএস এক্সেসরিজ লিমিটেড। এজন্য ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১০ টাকা প্রিমিয়ামসহ মোট ২০ টাকা মূল্যে শেয়ার ইস্যু করে কোম্পানিটি। একই প্রক্রিয়ায় আসছে কেডিএস টেক্সটাইল লিমিটেড।

কোম্পানি ৫০ কোটি টাকা তুলবে। কবে নাগাদ আসছে তা নির্ভর করছে নিয়ন্ত্রক সংস্থার ওপরে।

অন্যদিকে, কেডিএস এক্সেসরিজ লিমিটেডের ইস্যু ব্যবস্থাপক হিসেবে কাজ করে এলায়েন্স ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেড। ইতোপূর্বে তারা কাজ করলেও কেডিএস টেক্সটাইল লিমিটেডকে আইপিওতে আনার বিষয়ে কাজ করছে না বলে মার্চেন্ট ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে।

একই সঙ্গে ‘গোপন তথ্য প্রকাশ নয়’ বলে জানিয়েছে কেডিএস গ্রুপ কর্তৃপক্ষ। তবে কেডিএস টেক্সটাইল লিমিটেড আইপিওতে কারা নিয়ে আসছে, তা এখনো কেউ প্রকাশ করছে না।

গ্রুপের নতুন কোম্পানি আইপিওতে আসছে ‘আমার কাছে এমন কোন তথ্য নেই’ বলেন কেডিএস এক্সেসরিজের কোম্পানি সেক্রেটারি মঞ্জুরে খুদা।

চট্টগ্রামে শিল্পগ্রুপগুলোর মধ্যে গড়ে ওঠা সেরা চারের মধ্যে রয়েছে- আবুল খায়ের গ্রুপ, এস আলম গ্রুপ, পিএইচপি গ্রুপ ও কেডিএস গ্রুপ। দেশ ও দেশের বাইরে পরিচিত ও সেরা চার কোম্পানির মধ্যে কেডিএস গ্রুপ একটি। কাজের সংস্কৃতি যেখানে বড় করে দেখা হয়।

গ্রুপের চেয়ারম্যান হলেন- খলিলুর রহমান। অবাঙালী ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারী থেকে গত ৫০ বছরে নিজেকে তুলে এনেছেন সেরাদের সেরা স্থানে। দেশের ব্যবসায়ীক টাইফুনে নিজেকে পরিণত করেছেন খলিল।

প্রতিষ্ঠানের নামকরণের ব্যাপারে রয়েছে মজার রসায়ন। প্রতিষ্ঠানের নাম- কে ডি এস। ‘কে’ বর্ণে বুঝায় খলিল, প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নাম। ‘ডি’ বর্ণে দেলোয়ারা, চেয়ারম্যানের প্রিয়তমা স্ত্রীর নাম এবং ‘এস’ বর্ণে বুঝায় সেলিম। দম্পতির প্রাণপ্রিয় বড় ছেলের নাম।

বায়াত্তর বছর বয়সী এই কিংবদন্তীর কাজের প্রতি একনিষ্ঠতা, ব্যবসায়িক জ্ঞান ও আন্তরিকতা তাঁকে যোগ্য স্থানে বসিয়েছে। তিনি দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি হিসেবে আছেন। ১৯৮৫ সাল থেকে এপর্যন্ত টানা রপ্তানী ট্রফির মতো রাষ্ট্রীয় সম্মান জিতেই চলেছেন।

প্রধান কার্যালয় চট্টগ্রামে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু করে ১ জুলাই, ১৯৯১ সালে। বাংলাদেশের বৃহত্তম টেক্সটাইল এক্সেসরিজ উৎপাদনকারী প্রতিষ্ঠান। মূল পণ্য হচ্ছে কার্টন, লেবেল, ন্যারো ফ্যাব্রিক্স, ইলাস্টিক, অফসেট প্রিন্টিং, বাটন ইত্যাদি। এছাড়াও প্যাকেজিংয়ের কাজ করে থাকে।

কোম্পানির মোট আয়ে ১০%-এর বেশি অবদান রাখা পণ্য হলো কার্টন ৯১.১০% ।

প্রধান ক্রেতা হলো EPZ এলাকায় অবস্থিত শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস প্রতিষ্ঠানসমূহ । ক্রেতার চাহিদা অনুসারে KDSAL পণ্য সরবরাহ করে থাকে। বাংলাদেশে এক্সেসরিজ সরবরাহকারী অনেক প্রতিষ্ঠান রয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য  হলো-
ক) তাইহুং প্যাকেজিং লি., খ) ব্যাবিলন প্যাকেজিং লি.,  গ) এমএনইউ প্যাকেজিং লি., ঘ) অলিম্পিক এক্সেসরিজ লি.

মূল উপাদান হচ্ছে লিনের পেপার (১৫০-২৫০ GSM), সাদা লিনের পেপার, ফ্লুটিং পেপার, মিডিয়াম পেপার, স্টার্চ, পিপি স্ত্রাপ, ডুপ্লেক্স বোর্ড (৩০০-৫০০ GSM), সুতা, সেলাই সুতা, তন্তু (নাইলন, পলিস্টার, ফিলামেন্ট), রাবার থ্রেড, মুদ্রণ কালি, ট্রান্সফার ফিল্ম, বিভিন্ন ধরণের রেজিন ইত্যাদি।

প্রতিষ্ঠানটি এসব পণ্য বিদেশ থেকে আমদানি করে। কোম্পানীর কিছু বিশ্বস্ত সরবরাহকারী আছে, তাদের মধ্যে অন্যতম সিঙ্গাপুর, চীন, হংকং, মালয়েশিয়া, দঃ কোরিয়া, তাইওয়ান এবং আমেরিকা। কেডিএস এক্সেসরিজ লিমিটেড ডিসেম্বর ২০১৩ পর্যন্ত ৬৫০ জন কর্মচারী আছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: