facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

একদিনেই ২০ টাকা দর বেড়ে পদ্মা অয়েলের চমক


২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার, ০৩:৪৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


একদিনেই ২০ টাকা দর বেড়ে পদ্মা অয়েলের চমক

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার সবচেয়ে বেশি দাম বেড়েছে পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের। এদিন শেয়ারটির দর ২০ টাকা ৫০ পয়সা বা ৮ দশমিক ৬৮ শতাংশ বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ২৫৬ টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৩ হাজার ৩৮৪ বারে ১৪ লাখ ৩৬ হাজার ২২৩টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ছিল ৩৬ কোটি ৩ লাখ টাকা।

গেইনারের দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। এদিন শেয়ারটির দর বেড়েছে ৩ টাকা ৫০ পয়সা বা ৬ দশমিক ২২ শতাংশ। আজ শেয়ারটি সর্বশেষ  ৫৯  টাকা ৮০ পয়সা দরে লেনদেন হয়।

এদিন কোম্পানিটি ৩ হাজার ৮৫৮ বারে ৮৯ লাখ ২৫ হাজার ৫৯৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫২ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ফরচুন সুজের ৩ টাকা বা ৫  দশমিক ৮ শতাংশ দর বেড়েছে।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জিপিএইচ ইস্পাত, প্রিমিয়ার সিমেন্ট, বেক্সিমকো, এনভয় টেক্সটাইল, স্যালভো কেমিক্যাল, নর্দার্ন জুট ও মালেক স্পিনিং মিলস।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: