facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

এক মাসে ২১ কোম্পানির মূলধন বেড়েছে ৯২০ কোটি টাকা


২৩ জুলাই ২০১৭ রবিবার, ০৬:৩২  এএম

শেয়ার বিজনেস24.কম


এক মাসে ২১ কোম্পানির মূলধন বেড়েছে ৯২০ কোটি টাকা

এক মাসের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ডিএসইতে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিশোধিত মূলধন ৯১৯ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে। গত বৃহস্পতিবার পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী, তালিকাভুক্ত ২৯৭ কোম্পানির সর্বমোট পরিশোধিত মূলধন বেড়ে দাঁড়িয়েছে ৫৬ হাজার ২৬৬ কোটি টাকা।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য মিলেছে।

ডিএসইর কর্মকর্তারা জানান, মূলত মূলধন বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক লভ্যাংশ হিসেবে ২১ কোম্পানি বোনাস শেয়ার ও রাইট শেয়ার ইস্যু করায় এ পরিমাণ পরিশোধিত মূলধন বেড়েছে। মূলধন বেড়েছে ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ও বীমা কোম্পানির। প্রাপ্ত তথ্য অনুযায়ী, লভ্যাংশ হিসেবে সাড়ে ১২ শতাংশ বোনাস শেয়ার ও মূলধন বৃদ্ধির জন্য একটির বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করায় ৬৩১ কোটি ৪৮ লাখ টাকার পরিশোধিত মূলধন বেড়েছে আইএফআইসি ব্যাংকের। রাইট ও বোনাস মিলে ব্যাংকটির মূলধন বেড়ে ১ হাজার ১৯৫ কোটি ৩০ লাখ টাকায় উন্নীত হয়েছে।

এ ছাড়া বোনাস শেয়ার ইস্যুর কারণে ব্যাংক এশিয়ার মূলধন ১০৫ কোটি ৭৫ লাখ টাকা বেড়ে ৯৮৭ কোটি টাকা ছাড়িয়েছে। একই কারণে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিশোধিত মূলধন ৩৬ কোটি ৭৩ লাখ টাকা বেড়ে ৭৭১ কোটি ৪৩ লাখ টাকা, ঢাকা ব্যাংকের ৩৪ কোটি ৪০ লাখ টাকা বেড়ে ৭২২ কোটি ৩০ লাখ টাকা, রূপালী ব্যাংকের ২৭ কোটি ৬০ লাখ টাকা বেড়ে ৩০৩ কোটি ৬৪ লাখ টাকা, ইউনিয়ন ক্যাপিটালের ১৪ কোটি ২৩ লাখ টাকা বেড়ে ১৫৬ কোটি ৫৩ লাখ টাকা, ইসলামিক ফাইন্যান্সের ১৩ কোটি ৩১ লাখ টাকা বেড়ে ১৩৪ কোটি ২৮ লাখ টাকা, বিডি ফাইন্যান্সের পরিশোধিত মূলধন ১২ কোটি ৫৯ লাখ টাকা বেড়ে ১৩৮ কোটি ৪৫ লাখ টাকায় উন্নীত হয়েছে।

অন্যদিকে ৮০ লাখ টাকা থেকে প্রায় ৯ কোটি টাকা পর্যন্ত পরিশোধিত মূলধন বৃদ্ধি পাওয়া অন্য কোম্পানিগুলো হলো_ ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স, এফএএস ফাইন্যান্স, নিটল ইন্স্যুরেন্স, নর্দার্ন ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, গ্গ্নোবাল ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তাকাফুল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স এবং অগ্রণী ইন্স্যুরেন্স।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: