facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

এএফসি এগ্রোর ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন


১৮ ফেব্রুয়ারি ২০২০ মঙ্গলবার, ০৮:৩১  পিএম

নিজস্ব প্রতিবেদক


এএফসি এগ্রোর ১০০ কোটি টাকার বন্ড অনুমোদন

এএফসি এগ্রো বায়োটেক লিমিটেডের ১০০ কোটি টাকার নন-কনভারটিবল জিরো কুপন বন্ড অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বিএসইসির চেয়ারম্যান ড. এম. খায়রুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৭১৯তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়।

কমিশন সভা শেষে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান জানান, বন্ডটির মেয়াদ হবে পাঁচ বছর। এর বৈশিষ্ট্য হচ্ছে- নন-কনভারটিবল, অতালিকাভুক্ত এবং জিরো কুপন বন্ড। বন্ডটি পাঁচ বছরে পূর্ণ অবসায়ন হবে।

প্রাতিষ্ঠানিক এবং যোগ্য বিনিয়োগকারীরা এ বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে কিনতে পারবেন। বন্ডটির অভিহিত মূল্য ১০ লাখ টাকা।

বন্ড ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে কোম্পানিটি চলতি মূলধন ও ব্যাংক ঋণ পরিশোধ করবে। এ বন্ডের ট্রাস্টি হিসেবে কাজ করছে সিএপিএম অ্যাডভাইজরি লিমিটেড।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: