facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

উড়ন্ত হেলিকপ্টার মাটিতে নামালো পাখি


২৭ ফেব্রুয়ারি ২০১৭ সোমবার, ০৪:১৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


উড়ন্ত হেলিকপ্টার মাটিতে নামালো পাখি

কিশোরগঞ্জের বাজিতপুরে জরুরি অবতরণ করছে ছয় বিদেশি নাগরিকসহ সাত যাত্রীকে বহনকারী একটি হেলিকপ্টার। উড়ন্ত অবস্থায় জানালা ভেঙে পাখি ঢুকে পড়ায় হেলিকপ্টারটি মাটিতে নামতে বাধ্য হয়। তবে এতে কোনো হতাহতের খবর পাও যায়নি।

সোমবার দুপুর ১২টার দিকে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউনিয়নের মীরারকান্দি বোর্ডবাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদুল হাসান।

বাজিতপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সামা মো. ইকবাল হাসান জানান, বেসরকারি কোম্পানি মেঘনা গ্রুপের একটি হেলিকপ্টার ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। দুপুর ১২টার দিকে হঠাৎ করে সামনের জানালার কাচ ভেঙে হেলিকপ্টারের ভেতরে একটি পাখি ঢুকে পড়ে। এ অবস্থায় পাইলট মীরারকান্দি এলাকায় একটি মাঠে হেলিকপ্টারটি জরুরি অবতরণ করেন। তবে এতে কেউ হতাহত হয়নি।

ওসি জানান, ঘটনার পর পরই পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রাখে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

“ঢাকা থেকে আরেকটি হেলিকপ্টার আসছে। সেটি আসার পরই বিদেশি নাগরিকদের সিলেট পাঠানো হবে।”

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

বিশেষ প্রতিবেদন -এর সর্বশেষ