facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

ঈদের জামাত কখন কোথায়


২১ আগস্ট ২০১৮ মঙ্গলবার, ১১:২৮  এএম

নিজস্ব প্রতিবেদক


ঈদের জামাত কখন কোথায়

বরাবরের মত এবারও বাংলাদেশে ঈদুল আজহার প্রধান জামাত হবে জাতীয় ঈদগাহ ময়দানে, সকাল ৮টায়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ বুধবার সকালে ঈদের প্রধান জামাতে অংশ নেবেন।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, এবার জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক।

তবে আবহাওয়ার প্রতিকূল হলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মুকাররম জাতীয় মসজিদে এবারও পাঁচটি জামাত হবে। প্রথম জামাতটি হবে সকাল সকাল ৭টায়। পর্যায়ক্রমে সকাল ৮টা, ৯টা, ১০টা এবং ১০টা ৪৫ মিনিটে পরের জামাতগুলো হবে।

নামাজ পড়তে যাওয়ার সময় জায়নামাজ বা ছাতা ছাড়া অন্য কিছু বহন না করতে নগরবাসীকে পরামর্শ দিয়েছে ঢাকার মহানগর পুলিশ।

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের শোলাকিয়ায় দেশের সর্ববৃহৎ ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ এবার হজে যাওয়ায় সকাল ৯টায় এ জামাতে ইমামতি করবেন মাওলানা হিফজুর রহমান খান।

ঢাকা

কোরবানির ঈদে এবার রাজধানীতে ৪০৯টি ঈদ জামাত হবে ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে।

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল সাড়ে ৭টায় ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। মন্ত্রিসভার সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা সেখানে জামাতে অংশ নেবেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে। সলিমুল্লাহ মুসলিম হল মেইন গেইট সংলগ্ন মাঠে সাড়ে ৭টায় এবং ড. মুহাম্মদ শহীদুল্লাহ হল লনে সকাল ৮টায় হবে ঈদের জামাত।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মাঠে সকাল সাড়ে ৭টায় হবে একটি ঈদ জামাত। তবে আবহাওয়া অনুকূল না থাকলে ওই জামাত হবে পৌনে ৮টায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে।

রাজধানীর আরামবাগের দেওয়ানবাগে এবার ঈদে সকাল ৮টা, সাড়ে ৯টা এবং ১০টায় তিনটি জামাত হবে। পুরান ঢাকার ইসলামবাগ ঈদগাহ ময়দানে ঈদ জামাত হবে সকাল ৭টা, ৮টা এবং পৌনে ৯টায়।

এছাড়া মিরপুর-১২ নম্বর সেকশনের এ-ব্লকের হারুন মোল্লাহ ঈদগাহ, পার্ক ও খেলার মাঠে সকাল সাড়ে ৭টায়, ধানমাণ্ডি ঈদগাহ ময়দান এবং বকশীবাজার সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

চট্টগ্রাম

চট্টগ্রামে ঈদের প্রধান জামাত হবে বুধবার সকাল পৌনে ৮টায় জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে। ইমামতি করবেন এ মসজিদের খতিব সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। একই স্থানে সকাল পৌনে ঌটায় হবে আরেকটি জামাত।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এবার বন্দরনগরীর ৪১ ওয়ার্ডে ১৬৫টি স্থানে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

লালদীঘি সিটি করপোরেশন শাহী জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়, জালালাবাদ আরেফিন নগর সিটি করপোরেশন কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদে সকাল ৮টায় এবং বাকলিয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশন স্টেডিয়ামে সকাল ৮টায় ঈদ জামাত হবে।

রাজশাহী

ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, রাজশাহীতে এবার ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।

এ নগরীর প্রথম দুটি ঈদ জামাত হবে সকাল ৭টায়। আমচত্ত্বর আহলে হাদীস মাদ্রসা মাঠ এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মাঠে এ দুটি জামাত হবে।

সকাল সাড়ে ৭টায় উপশহর কেন্দ্রীয় জামে মসজিদ, বড়বনগ্রাম আল ফারুক জামে মসজিদ, শালবাগান গণপূর্ত মাঠ, বিনোদপুর আহলে হাদিস জামে মসজিদ এবং মেহেরচণ্ডি নতুনপাড়া ঈদগা ময়দানে জামাত হবে। আর বালিয়াপুকুর জামে মসজিদে ঈদ জামাত হবে পৌনে ৮টায়।

সকাল ৮টায় সাহেব বাজার বড় রাস্তা, টিকাপাড়ায় মহানগর ঈদগাহ, হাজী লাল মুহাম্মদ ঈদগাহ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ঈদগাহ, লোকনাথ স্কুল মাঠ, পাঁচানী ঈদগাহ, ডাঁশমারি পূর্বপাড়া ঈদগাহ, ডাঁশমারি বাইতুল মারেফত মাঠ, সাতবাড়িয়া ঈদগাহ, মেহেরচন্ডি ঈদগাহ, মির্জাপুর ঈদগাহ, মির্জাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ, বুলনপুর ঈদগা, মসজিদ-ই-নূর ঈদগাহ, কয়েরদাড়া ঈদগাহ, মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ডিঙ্গাডোবা ঈদগাহ মাঠ, কাশিয়াডাঙ্গা সিটি গেট ঈদগাহ, কাশিয়াডাঙ্গা ঈদগাহ, মির্জাপুর পূর্ব পাড়া ঈদগাহ, ফিরোজাবাদ ঈদগাহ ময়দানে ঈদের জামাত হবে।

সকাল সোয়া ৮টায় ঈদের জামাত হবে বিভাগীয় স্টেডিয়াম (তেরখাদিয়া) ঈদগাহ, শিরোইল সরকারি হাইস্কুল ঈদগাহ, মালদা কলোনী ঈদগাহ এবং রামচন্দ্রপুর মহলদার পাড়া ঈদগাহ মাঠে।

এছাড়া সকাল সাড়ে ৮টায় রাজশাহী জজ কোর্ট ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ, রায়পাড়া বসরী ঈদগাহ, কাঁঠালবাড়ীয়া ঈদগাহ, রায়পাড়া ঈদগাহ, রাজশাহী কোর্ট স্টেশন ঈদগাহ, মোল্লাপাড়া ঈদগাহ, লক্ষ্মীপুর ভাটাপাড়া ঈদগাহ মাঠ, কোর্ট বুলনপুর ঈদগাহ মাঠ, খোজাপুর গোরস্থান ঈদগাহ মাঠ, জাহাজঘাট মোড় ঈদগাহ মাঠ, খোজাপুর ১ নম্বর ঈদগাহ, শহীদবাগ জামে মসজিদ এবং ধরমপুর মধ্যপাড়া ঈদগাহে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

বরিশাল

বরিশালে এবার কোরবানির ঈদের প্রধান জামাত হবে সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। স্টিমার ঘাট জামে মসজিদের খতিব মাওলানা সিহাব উদ্দিন ঈদের প্রধান জামাতে ইমামতি করবেন।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এ জামাতে অংশ নেবেন।

বিভাগের সবচেয়ে বড় ঈদের জামাত হবে সকাল ৯টায় চরমোনাই দরবার শরীফ ময়দানে। প্রায় ২০ হাজার মানুষের অংশগ্রহণে এ জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মাদ রেজাউল করিম।

বরিশাল নগরীর প্রথম ঈদের জামাত হবে সকাল ৭টায় আমানতগঞ্জ ঈদগাহ মাঠে। এছাড়া কশাই কেন্দ্রীয় জামে মসজিদ ও জামে এবাদুল্লাহ মসজিদে সকাল ৮টা ও সাড়ে ৯টায় দুটি জামাত হবে। বায়তুল মোকাররম জামে মসজিদে সকাল ৮টা ও ৯টায় দুটি জামাত হবে।

এছাড়া নূরিয়া স্কুল ঈদগাহ ময়দান, কালিজিরা কেন্দ্রীয় জামে মসজিদ, ওয়াপদা জামে মসজিদ, আঞ্জুমান হেমায়তে ইসলাম গোরস্থান ঈদগাহ ময়দান, ল’ কলেজ জামে মসজিদ, ব্রাউন কম্পাউন্ড জামে মসজিদ ও পাওয়ার হাউস জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত হবে।

সকাল সাড়ে ৮টায় জামাত হবে পোর্ট রোড জামে মসজিদ ও ফকির বাড়ি জামে মসজিদে। সকাল পৌনে ১০টায় পুলিশ লাইন জামে মসজিদে নগরীর সবশেষ ঈদের জামাত হবে।

এছাড়া নগরীর ৩০টি ওয়ার্ডসহ বরিশালের বিভিন্ন স্থানে ছোট বড় একাধিক ঈদ জামাতের আয়োজন করা হয়েছে।

খুলনা

খুলনায় ঈদের প্রথম ও প্রধান জামাত হবে সকাল ৮টায় নগরীর সার্কিট হাউজ ময়দানে। সকাল ৯টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে টাউন জামে মসজিদে।

তবে আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল ৮টায় এবং ৯টায় টাউন জামে মসজিদে দুটি জামাত হবে। আর সকাল সাড়ে ৮টায় খুলনা কালেক্টরেট জামে মসজিদে হবে আরেকটি জামাত।

সিলেট

সিলেটে ঈদুল আজহার প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে; ইমামতি করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা কামাল উদ্দিন।

এছাড়া হযরত শাহজালাল (রহ.) এর দরগাহ জামে মসজিদ এবং সিলেট কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত হবে সকাল ৮ টায়। কুদরত উল্লাহ জামে মসজিদে সকাল ৭টা, ৮টা ও ৯টায় তিনটি জামাত হবে।

এ ছাড়া সিলেট নগরীর অন্তত ৫০টি স্থানে এবার ঈদুল আজহার জামাতের আয়োজন করেছে কর্তৃপক্ষ।

রংপুর

রংপুরে এবার ঈদের প্রধান জামাত হবে সকাল সাড়ে ৮টায় কালেক্টরেট ঈদগাহ মাঠে। তবে ঈদের আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামাত হবে কোর্ট জামে মসজিদে।

জেলা প্রশাসক এনামুল হাবীব জানান, জেলার অন্যান্য স্থানে ঈদের জামাত সকাল ১০টার মধ্যে শেষ করার জন্য ঈদগাহ মাঠ কমিটিকে চিঠি দেওয়া হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকলে মসজিদে ঈদের নামাজ আদায় করতে বলা হয়েছে।

সকাল সাড়ে ৮টা থেকে ১০টার মধ্যে রংপুর নগরীর কারামতিয়া জামে মসজিদ মাঠ, জিলা স্কুল মাঠ, পুলিশ লাইন্স ঈদগাহ মাঠ, মুন্সীপাড়া কবরস্থান ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া নুরুল উলুম হাফিজিয়া মাদ্রাসা মাঠ, কামাল কাছনা জামে মসজিদ মাঠ, রংপুর কারমাইকেল কলেজ মাঠ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ মাঠ, মেডিকেল কলেজ মাঠ, রংপুর সেনানিবাসের গ্যারিসন জামে মসজিদ মাঠ, কেন্দ্রীয় বাস টার্মিনাল মসজিদ মাঠ, গনেশপুর মাহিগঞ্জ তালতলা জামে মসজিদ ও শাহী মসজিদ ঈদগাহ মাঠসহ শতাধিক স্থানে ঈদের জামাত হবে।

ময়মনসিংহ

ময়মনসিংহে এবার ঈদের প্রধান জামাত হবে আঞ্জুমান ঈদগাহ মাঠে। আঞ্জুমানে সকাল ৮টা এবং পৌনে ৯টায় দুটি জামাতের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় এবং শহরের আকুয়ায় মারকাস মসজিদে সাড়ে ৮টায় বড় দুটি জামাত হবে। শহরের বড় মসজিদে দুটি জামাত হবে সকাল সাড়ে ৮টায় এবং পৌনে ৯টায়।

 

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: