facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ মার্চ মঙ্গলবার, ২০২৪

Walton

‘ইসলামী ব্যাংকে লড়াই চলছে’


২১ মে ২০১৭ রবিবার, ০৭:৩৯  পিএম

শেয়ার বিজনেস24.কম


‘ইসলামী ব্যাংকে লড়াই চলছে’

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদে লড়াই চলছে। কিন্তু কেন এ লড়াই তা আমি বলতে পারব না। তবে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) কোনো বিষয় জানতে না চাওয়া পর্যন্ত ব্যাংকটি বিষয়ে সরকার কোনো হস্তক্ষেপ করবে না।


রোববার সচিবালয়ে বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা জানান।


বর্তমান ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান যোগ্যলোক, তিনি বিষয়টি নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী।

ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং ভাইস-চেয়ারম্যানের পাল্টাপাল্টি অভিযোগে তাদের মধ্যে দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠে। আর এ দ্বন্দ্বের কারণে পরিচালকদের মধ্যে দুটি গ্রুপও তৈরি হয়েছে। একগ্রুপ অন্য গ্রুপের বিরুদ্ধে বলছেন যে তারা মিথ্যাচার করছেন। এতে করে নব গঠিত পর্ষদ পাঁচ মাস না হতেই ভাঙন সৃষ্টি হয়েছে।

এসব ঘটনায় ২০ মে শনিবার এক বিবৃতিতে নয়জন পরিচালক পদত্যাগের হুমকিও দিয়েছেন। এতে ব্যাংকটির ২১ জন পরিচালকের মধ্যে নয়জনই ওই বিবৃতিতে সই করেছেন। এছাড়াও তিনজন বিদেশে রয়েছেন, যারা এই বিবৃতির পক্ষে মত দিয়েছেন বলে দাবি করেছেন ব্যাংকটির ভাইস চেয়ারম্যান প্রফেসর আহসানুল আলম।

এ বিষয়ে ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান বলেন, আমি বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে যা বলেছি তা সবই ইতিবাচক ও সত্য। আর ভাইস-চেয়ারম্যান সাহেব যে পদ্ধতিতে কাজ করছেন সেটাও ঠিক হচ্ছে না।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: