facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

ইবিএল সিকিউরিটিজের অনিয়মে তদন্ত কমিটি


২০ মে ২০১৭ শনিবার, ০৬:৫৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


ইবিএল সিকিউরিটিজের অনিয়মে তদন্ত কমিটি

অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্টেকহোল্ডার ইবিএল (ইস্টার্ন ব্যাংক লিমিটেড) সিকিউরিটিজ লিমিটেডের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মো. ছায়েদুর রহমান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ইস্টার্ন ব্যাংক ইনভেস্টমেন্টস লিমিটেডের পরিচালকও।

মঙ্গলবার বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় দুই সদস্যের কমিটিকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সদস্যরা হলেন বিএসইসির উপপরিচালক মোহাম্মাদ গোলাম কিবরিয়া ও সহকারী পরিচালক সুলতান সালাউদ্দিন।

নির্দেশনায় বলা হয়েছে, ইবিএল সিকিউরিটিজের গ্রাহক মোয়েজ্জেম হোসাইন ও আইআর হোসাইনের অভিযোগের সত্যতা যাচাই করতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে কমিশনের সংশ্লিষ্ট বিভাগ। সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (স্টক ডিলার, স্টক ব্রোকার ও অনুমোদিত প্রতিনিধি) বিধিমালা ২০০০-এর বিধি ১৫ ও ১৬ অনুযায়ী এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ডিপোজিটরি প্রবিধানমালা ২০০৩-এর ৩৬ ধারায়ও কমিটি গঠনে অনুসরণ করা হয়েছে বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

ইবিএল সিকিউরিটিজ থেকে মোয়েজ্জেম হোসাইন ও আইআর হোসাইন কোনো মার্জিন লোন গ্রহণ করেননি বলে বিএসইসিতে অভিযোগ করেন। তবে সিকিউরিটিজ হাউজটি তাদের পোর্টফোলিওতে মার্জিন লোন দেখিয়েছে। এর আগে গত বছরের শেষদিকে ইবিএল সিকিউরিটিজের গ্রাহক মাহবুবুর রহমান (বিও হিসাব নম্বর ১২০১৯৫০০০০০০৮১০৬) সিকিউরিটিজ আইন লঙ্ঘনের অভিযোগ করলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে বিএসইসি চিঠির মাধ্যমে সতর্ক করে।

বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা প্রদান করে ইবিএল সিকিউরিটিজ ব্যবসা পরিচালনা করছে দাবি করে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও বিএমবিএ সভাপতি মো. ছায়েদুর রহমান শেয়ার বিজকে বলেন, আমাদের সম্মানিত গ্রাহক ২০১০ সালের ইস্যু নিয়ে ২০১৭ সালে এসে অভিযোগ করেছেন। অতিসাধারণ একটি বিষয় নিয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে অভিযোগ উদ্দেশ্যপ্রণোদিত।

বিএসইসি যেহেতু তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে, সেহেতু তদন্ত প্রতিবেদনেই বিস্তারিত উঠে আসবে। ইবিএল সিকিউরিটিজের পক্ষ থেকে তদন্ত কমিটিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিষয়টি উঠে আসবে বলে আশা করেন তিনি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: