facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আরো ৮ দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি


১২ জানুয়ারি ২০১৭ বৃহস্পতিবার, ০৬:২৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


আরো ৮ দলের সঙ্গে সংলাপে বসবেন রাষ্ট্রপতি

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন ইস্যুতে আলোচনার জন্য বঙ্গভবনে আরো ৮টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বৃহস্পতিবার বিকালে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানান। বঙ্গভবনের বাইরে থাকায় দলের নামগুলো জানাতে পারেননি জয়নাল আবেদীন।

এদিকে রাষ্ট্রপতির চিঠিপ্রাপ্তির কথা জানিয়েছেন বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া। তিনি বলেন, ‘বৃহস্পতিবার দুপুরেই চিঠি পেয়েছি। আমাদের আগামী ১৬ জানুয়ারি ডাকা হয়েছে।’

এরই মধ্যে ৪ দফায় সংলাপে অংশ নেওয়া ২৩টি দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। নিবন্ধিত দলগুলোর মধ্যে এখনও ডাক পায়নি ১৭টি দল। ডাক না পাওয়া দলগুলো হলো, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ কল্যাণ পার্টি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, প্রগতিশীল গণতান্ত্রিক দল, গণফ্রন্ট, এনপিপি, বাংলাদেশ মুসলিম লীগ ও জাকের পার্টি।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন:

রাজনীতি -এর সর্বশেষ