facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

আরো ১৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা


২৮ অক্টোবর ২০২০ বুধবার, ০৬:২২  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


আরো ১৪ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৪ কোম্পানির পরিচালনা পর্ষদ ২০১৯-২০ অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ নিয়ে সভা করেছে। এরমধ্যে ১০ কোম্পানির পর্ষদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বাকি ৪টির লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

আজ বুধবার কোম্পানিগুলোর পর্ষদ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

কোম্পানিগুলোর পর্ষদের ঘোষিত ১০ কোম্পানির লভ্যাংশ বার্ষিক সাধারন সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে প্রদান করা হবে।

কোম্পানির নাম           লভ্যাংশ                ইপিএস (টাকা)    রেকর্ড ডেট    এজিএম
এসিআই ফরমূলেশনস  ২০% নগদ                  ২.০৬      ১ ডিসেম্বর   ২৪ ডিসেম্বর
আরামিট                   ৫০% নগদ                 ৩.৩৬       ২৫ নভেম্বর ২২ ডিসেম্বর
নূরানি ডাইং                ১০% বোনাস              (০.৪১)     ১৭ নভেম্বর  ২৪ ডিসেম্বর
খুলনা পাওয়ার             ৩৪% নগদ                ৩.৪০      ১৮ নভেম্বর  ১৩ ডিসেম্বর
খান ব্রাদার্স                 ২% নগদ                   (০.০৯)    ১৯ নভেম্বর  ১২ ডিসেম্বর
বিডিকম অনলাইন        ৫% নগদ ও ৫% বোনাস ১.১৫     ১৯ নভেম্বর   ১৭ ডিসেম্বর
প্যারামাউন্ট টেক্সটাইল    ১৫% নগদ ও ৫% বোনাস ৪.৪৬    ১৮ নভেম্বর  ১২ ডিসেম্বর
ফার কেমিক্যাল            ১% নগদ ০.৩৩ ১৯ নভেম্বর      ২২ ডিসেম্বর
এমএল ডাইং               ৫% নগদ ও ৫% বোনাস ০.৯১   ১৯ নভেম্বর     ২৯ ডিসেম্বর
শাশা ডেনিমস              ৫% নগদ ও ৫% বোনাস ২.১৫   ১৯ নভেম্বর    ২০ ডিসেম্বর
সায়হাম টেক্সটাইল          ০০ (০.৮৬)                            ১৯ নভেম্বর  ৩০ ডিসেম্বর
সায়হাম কটন                ০০ (০.৬৪)                          ২৩ ডিসেম্বর  ৩০ ডিসেম্বর
অলিম্পিক এক্সেসরিজ      ০০ (০.৫২)                          ১৯ নভেম্বর   ২৪ ডিসেম্বর
সাভার রিফ্যাক্টরিজ           ০০ (১.১৬)                           ১৯ নভেম্বর

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: