facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৭ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

আরএন স্পিনিংয়ের স্পন্সরদের শেয়ার বিক্রিতে বাধা নেই


১৮ জানুয়ারি ২০১৭ বুধবার, ০৪:৩৩  পিএম

শেয়ার বিজনেস24.কম


আরএন স্পিনিংয়ের স্পন্সরদের শেয়ার বিক্রিতে বাধা নেই

আরএন স্পিনিং মিলসের উদ্যোক্তা ও পরিচালকদের ধারণকৃত কোম্পানির শেয়ার লেনদেনে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) আরোপিত নিষেধাজ্ঞা মঙ্গলবার প্রত্যাহার করেছে।

রাইট শেয়ার জালিয়াতি ইস্যুতে ধরা পড়লে বিএসইসি ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অর্ডিন্যান্স ১৯৬৯ এর ২০এ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে। এর আগে গত ১১ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানির বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করে নেয়।

রাইট শেয়ার নিয়ে জালিয়াতি করার অভিযোগে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে বিএসইসি। ওই সময়ে কোম্পানির পরিচালক মো. আব্দুল কাদের ফারুককে ৫০ লাখ ও কিম জং সুককে ৫০ লাখ, শিরীন ফারুক কে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়।

নিষেধাজ্ঞাকে ও জরিমানাকে চ্যালেঞ্জ করে ২০১৩ সালের ১৬ই জুন আদালতে রিট আবেদন করে কোম্পানির পরিচালকরা। তবে বিএসইসির ৫৯৪তম সভায় কোম্পানির পরিচালকদের আবেদন অনুযায়ী তাদের ওপর ইতোপূর্বে ধার্য করা জরিমানার ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

এতে মো. আব্দুল কাদের ফারুকের জরিমানা ৫০ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা, কিম জং সুকের জরিমানা ৫০ লাখ টাকা থেকে ২৫ লাখ টাকা এবং শিরীন ফারুকের জরিমানা ২৫ লাখ টাকা থেকে সাড়ে ১২ লাখ টাকায় নেমে আসে।

সূত্রে জানা গেছে, জরিমানা কমানোর পর কোম্পানির পরিচালকরা তা পরিশোধ করেন। একই সঙ্গে গত বছরের ১৫ ডিসেম্বর বিএসইসির বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয় কোম্পানির পরিচালকরা।

২০১১ সালে আরএন স্পিনিং ১:১ হিসেবে রাইট শেয়ার সিদ্ধান্ত নেয়। ১০ টাকা প্রিমিয়ামসহ রাইট শেয়ারের দর প্রস্তাব করা হয় ২০ টাকা। ২০১২ সালের জানুয়ারি মাসে বিএসইসি কোম্পানির রাইট প্রস্তাব অনুমোদন করে।

‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটি ২০১০ সালে আইপিওতে আসে। শতভাগ রফতানিমুখী আরএন স্পিনিং মূলত ১৬ ধরনের অ্যাক্রিলিক ও দুই ধরনের কটন সুতা উৎপাদন করে।

কোম্পানির মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৭০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যে রয়েছে ১৫ দশমিক ৪৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: