facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

আবারো ইসলামী ব্যাংক ও আইপিডিসির শেয়ার দরে তেজ


২১ ফেব্রুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৩:১৫  পিএম

শেয়ার বিজনেস24.কম


আবারো ইসলামী ব্যাংক ও আইপিডিসির শেয়ার দরে তেজ

লভ্যাংশ ঘোষণার খবরে সোমবার শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি আইপিডিসির শেয়ারের দাম বেড়েছে। এদিন কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ২ টাকা ১০ পয়সা বা প্রায় সাড়ে ৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকা ৩০ পয়সায়।

গত রোববার আইপিডিসির পরিচালনা পর্ষদের সভায় ২০১৬ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরের জন্য শেয়ারধারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়। এ খবর সোমবার স্টক এক্সচেঞ্জ দুটির ওয়েবসাইটে মূল্য সংবেদনশীল তথ্য হিসেবে প্রকাশ করা হয়েছে। এতে এদিন কোম্পানির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ে। ফলে দামেও ইতিবাচক প্রভাব পড়ে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্যানুযায়ী, ২০১৫ সালের ডিসেম্বরে সমাপ্ত আর্থিক বছরেও কোম্পানিটি শেয়ারধারীদের ২০ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছিল। ওই বছর শেষে কোম্পানির শেয়ারপ্রতি আয় বা ইপিএস ছিল ১ টাকা ৯০ পয়সা। আর ২০১৬ সালে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানির ইপিএস বেড়ে দাঁড়িয়েছে ২ টাকায়। তাই লভ্যাংশের পরিমাণ না বাড়লেও আয় বৃদ্ধির কারণে বিনিয়োগকারীরা এ শেয়ারের প্রতি আগ্রহী হয়েছেন বলে মনে করছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্প্রতি কোম্পানিটি তাদের ব্যবসায়িক লক্ষ্য পরিবর্তন করতে ধুমধাম করে ব্র্যান্ডিং বা নাম পরিবর্তন করেছে। ইন্ডাস্ট্রিয়াল প্রমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানির পরিবর্তে নতুন নামকরণ করা হয়েছে আইপিডিসি ফিন্যান্স।

লভ্যাংশের মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করায় নিয়ম অনুযায়ী সোমবার আইপিডিসির শেয়ারের দামের ওপর কোনো ধরনের সীমা আরোপ ছিল না। ফলে লেনদেনের একপর্যায়ে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এটির শেয়ারের দাম আগের দিনের চেয়ে ৩ টাকা ২০ পয়সা বেড়ে ৪৯ টাকায় উঠেছিল। যদিও দিন শেষে ওই বাড়তি দাম ধরে রাখতে পারেনি কোম্পানিটি।

আইপিডিসি ছাড়া সোমবারের বাজারে মূল্যবৃদ্ধিতে আবারো নজর কেড়েছে ইসলামী ব্যাংক। সোমবার এক দিনেই কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম ৩ টাকা ১০ পয়সা বা ৭ দশমিক ৬২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪৩ টাকা ৪০ পয়সায়।

এদিকে গত ৫ জানুয়ারি ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসে। ফলে ব্যাংকটির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন হয়। এরপর থেকে শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ারেরও দামে বড় ধরনের উল্লম্ফন দেখা যায়। এতে কোম্পানিটির ৩০ টাকার শেয়ারের দাম একটানা বেড়ে সর্বোচ্চ ৪৮ টাকায় ওঠে। এরপর দামের গতি কিছুটা মন্থর হলেও সোমবার আবারও এ শেয়ারের দামে দ্রুতগতি দেখা গেছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: