facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

আট কার্যদিবসে ৪৭ শতাংশ দর বাড়ল শেয়ারটির!


১০ মে ২০১৮ বৃহস্পতিবার, ০১:৩৩  পিএম

নিজস্ব প্রতিবেদক


আট কার্যদিবসে ৪৭ শতাংশ দর বাড়ল শেয়ারটির!

তালিকাভুক্ত ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কোম্পানির শেয়ারদর গত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে বাড়ছে । সর্বশেষ আট কার্যদিবসে শেয়ারটির দর প্রায় ৪৭ শতাংশ বেড়েছে। বাজার সংশ্নিষ্ট সূত্র জানিয়েছে, রাইট শেয়ার ইস্যুকে কেন্দ্র করে বাড়ছে এর শেয়ারদর।

শুধু শেয়ারদরই নয়, কোম্পানিটির শেয়ার লেনদেনও ব্যাপকহারে বেড়েছে। গতকাল শুধু ডিএসইতেই কোম্পানিটির ৬৩ লাখ ১৬ হাজারেরও বেশি শেয়ার মোট ২০ কোটি ৫৪ লাখ টাকায় কেনাবেচা হয়েছে। ছিল লেনদেনের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে। এর আগে গত মঙ্গলবার ডিএসইতে ওয়েস্টিন মেরিন শিপইয়ার্ডের ৯১ লাখ ৬৭ হাজার শেয়ার হাতবদল হয়, যা ২০১৪ সালের ২ নভেম্বর তালিকাভুক্তির পর একদিনের লেনদেনে তৃতীয় সর্বোচ্চ। তালিকাভুক্তির দিনে সর্বোচ্চ ১ কোটি ৪৮ লাখ ৮৫ হাজার শেয়ার হাদবদল হয়েছিল। এর তিনদিন পর ওই বছরের ৫ নভেম্বর দ্বিতীয় সর্বোচ্চ ৯৫ লাখ ১৬ হাজার শেয়ার হাতবদল হয়।

পর্যালোচনায় দেখা গেছে, গতকাল ডিএসইতে এ কোম্পানির শেয়ার সর্বোচ্চ ৩৩ টাকা ৩০ পয়সা দরে কেনাবেচা হয়েছে। সর্বশেষ লেনদেন হয়েছে ৩২ টাকা ৯০ পয়সা দরে। চলতি দরবৃদ্ধির ধারা শুরু হয়েছিল গত ২৬ এপ্রিল থেকে। ২৫ এপ্রিল শেয়ারটি ২২ টাকা ৭০ পয়সা দরে কেনাবেচা হয়।

গত বছরের ১১ নভেম্বর ওয়েস্টিন মেরিন শিপইয়ার্ডের পরিচালনা পর্ষদ চারটি শেয়ারের বিপরীতে পাঁচটি রাইট শেয়ার বিক্রির সিদ্ধান্ত নেয়। ১০ টাকা প্রিমিয়ামসহ প্রতিটি শেয়ার ২০ টাকা দরে বিক্রির প্রস্তাব করে পর্ষদ। গত ৩০ ডিসেম্বর

অনুষ্ঠিত ইজিএমে পর্ষদের ওই প্রস্তাব অনুমোদন করেন শেয়ারহোল্ডাররা।

বর্তমানে কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৬৬ কোটি ২৮ লাখ টাকা। নতুন করে রাইট শেয়ার বিক্রি করে ২০৭ কোটি ৮৫ লাখ টাকা পরিশোধিত মূলধন বাড়ানোর প্রস্তাব রয়েছে। নিয়ন্ত্রক সংস্থা এ প্রস্তাব অনুমোদন করলে পরিশোধিত মূলধন বেড়ে ৩৭৪ কোটি ৭১ লাখ টাকায় উন্নীত হবে। আর প্রিমিয়ামসহ কোম্পানিটি মোট ৪১৫ কোটি টাকা মূলধন সংগ্রহ করার লক্ষ্য নিয়ে কাজ করছে।

কোম্পানি সংশ্নিষ্টরা জানান, রাইট প্রস্তাব অনুমোদনের জন্য বিএসইসিতে জমা দেওয়া হয়েছে। সংস্থাটি প্রস্তাবের নথি পর্যালোচনা করে বেশ কিছু বিষয়ে ব্যাখ্যাও চেয়েছে। যা শিগগিরই লিখিতভাবে কমিশনকে জানানো হবে।

বাজার সংশ্নিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, খুব শিগগিরই রাইট প্রস্তাব বিএসইসি অনুমোদন করবে- এমন গুজবে শেয়ারটির দর বাড়ছে। এ ছাড়া সাম্প্রতিক বছরগুলোতে কোম্পানিটি জাহাজ নির্মাণের বেশ কিছু অর্ডার পেয়েছে। এতে কোম্পানির আয় বাড়বে। এমনও গুজব আছে।

সাম্প্রতিক দরবৃদ্ধির ক্ষেত্রে রাইট শেয়ার ইস্যুটির কোনো যোগসূত্র আছে কি-না, এমন প্রশ্নে ওয়েস্টিন মেরিনের কোম্পানি সংশ্নিষ্টরা জানান, এটা তারা জানেন না। কোম্পানি সচিব শাহাদত হোসেন বলেন, রাইটের প্রস্তাব কমিশনে জমা আছে। কখন তা পাস হবে, তা বলা সম্ভব নয়।

পর্যালোচনায় আরও দেখা গেছে, তালিকাভুক্তির পর পঞ্চম দিনে ২০১৪ সালের ৯ নভেম্বর শেয়ারটি সর্বোচ্চ ৭৭ টাকা দরে কেনাবেচা হয়েছিল। গত এক বছরের সর্বোচ্চ ৫০ টাকা দরে শেয়ার কেনাবেচা হয়েছে গত বছরের ১৩ সেপ্টেম্বর। এরপর টানা প্রায় সাত মাস দর হারায় শেয়ারটি।

বাজার সংক্ষেপ :ওয়েস্টিন মেরিনের শেয়ারদর বাড়লেও উল্লেখযোগ্য কারণ ছাড়া কমছে তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারদর। গতকালও ডিএসইতে লেনদেন হওয়া ৫০ শতাংশেরও বেশি কোম্পানির শেয়ারদর কমেছে। বিপরীতে বেড়েছে ৩৪ শতাংশের। বাকিগুলোর দর অপরিবর্তিত ছিল। সিএসইতেও ছিল একই চিত্র।

অধিকাংশ শেয়ারের দর কমার কারণে টানা ষষ্ঠ দিনে কমল বাজারের প্রধান সূচক ডিএসইএক্স। গতকাল সূচকটি ১৫ পয়েন্ট হারিয়ে ৫৬২৭ পয়েন্টে নেমেছে। এ নিয়ে সর্বশেষ ছয় দিনে সূচক ১৮৬ পয়েন্ট হারিয়েছে। পর্যালোচনায় দেখা গেছে, সূচক পতনের বড় কারণ ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারদরের পতন। গতকাল এই দুই খাতের কারণেই সূচকটি প্রায় ২০ পয়েন্ট হারায়। এ ছাড়া খাদ্য ও আনুষঙ্গিক খাতের কারণে সূচক কমেছে ৪ পয়েন্টরও বেশি। প্রকৌশল খাতের অধিকাংশ শেয়ারদর বৃদ্ধির কারণে খাতটি সূচকে ৭ পয়েন্ট যোগ না করলে সূচকের পতন আরও বেশি হতো।

ডিএসইতে গতকাল সর্বাধিক পৌনে ১০ শতাংশ দর বেড়েছে প্রাইম টেক্সটাইলের। সর্বশেষ ২৭ টাকা ১০ পয়সা দরে শেয়ারটি কেনাবেচা হয়েছে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: