facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৯ মার্চ শুক্রবার, ২০২৪

Walton

আজও ধরা-ছোয়ার বাইরে দুই কোম্পানির শেয়ার


০২ এপ্রিল ২০১৮ সোমবার, ০৩:১২  পিএম

নিজস্ব প্রতিবেদক


আজও ধরা-ছোয়ার বাইরে দুই কোম্পানির শেয়ার

ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের আড়াই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে ২ কোম্পানি।

এগুলো হলো- ড্যাফোডিল কম্পিউটার এবং মুন্নু জুট স্ট্যাফলার্স লিমিটেড। আজ সোমবার দুপুর ১টার দিকে কোম্পানিগুলোর শেয়ার ক্রয় করতে ক্রেতা দেখা গেলেও বিক্রেতার ঘন শূন্য ছিল। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সময়ে ড্যাফোডিল কম্পিউটারের ক্রেতার ঘরে ৯ হাজার ৯৪১টি শেয়ার ৩৭.৬০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ৭ লাখ ৬৭ হাজার ৫৮৪টি শেয়ার ৬১৯ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বেড়ে সর্বশেষ ৩৭.৬০ টাকায় লেনদেন হয়।

এদিকে, মুন্নু জুটের ক্রেতার ঘরে ১৩ হাজার শেয়ার ৯১০.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময়ে কোম্পানির ২৭ হাজার ৮০৭টি শেয়ার ৪১৬ বার লেনদেন হয়। এ সময় কোম্পানির শেয়ার দর ৭.৫০ শতাংশ বেড়ে সর্বশেষ ৯১০.১০ টাকায় লেনদেন হয়।

কোম্পানিটি গতকালও বিক্রেতারা সংকেট হল্টেড ছিল।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: