facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

আজ যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ


২৩ মার্চ ২০১৮ শুক্রবার, ০১:৫৪  পিএম

শেয়ার বিজনেস24.কম


আজ যেভাবে দেখবেন ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচ

আর মাত্র ৮২ দিন পরই পর্দা উঠবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ রাশিয়া ফুটবল বিশ্বকাপের। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত টিকিট কাটা বিশ্বকাপের দলগুলো। ব্যতিক্রম নয়, দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল ও আর্জেন্টিনাও। প্রীতি হলেও নিজ নিজ ম্যাচকে ভীষণ গুরুত্বের সঙ্গে নিয়েছে তারা।

আজ মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে রাশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। আর ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে লড়বে আর্জেন্টিনা-ইতালি। কয়েক দিন পর আরও একটি করে প্রীতি ম্যাচ খেলবে এ দুদল। ক্লাব ফুটবলের ফাঁকে জাতীয় দলের হয়ে এটিই হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়নের শেষ প্রস্তুতি।

রাশিয়ার স্বাদ আগেই চেখে দেখার সুযোগ পাচ্ছে ব্রাজিল। কারণ লুঝনিকিতেই হবে বিশ্বকাপের উদ্বোধন ও সমাপনী। সেই শিরোপা নির্ধারণী লড়াইয়ে নিশ্চয়ই অংশ নিতে চাইবেন সেলেকাওরা! রাশিয়া-ব্রাজিল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। সেটি সরাসরি সম্প্রচার করবে বেট ৩৬৫।

ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী মঙ্গলবার দিন গিয়ে রাতে। সেখানে তাদের প্রতিপক্ষ জার্মানি। সেটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

আর্জেন্টিনা-ইতালির ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়। সেটি সরাসরি সম্প্রচার করবে বেট ৩৬৫। আলবিসেলেস্তেদের পরের ম্যাচ মঙ্গলবার দিবাগত রাতে। ওই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্পেন। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।

এটি একরকম ফুটবল উৎসবের রাত। পৌনে ১টায় রয়েছে জার্মানি-স্পেন ম্যাচ। সেটি দেখা যাবে সনি টেন-২তে। রাত ২টায় আছে ফ্রান্স-কলম্বিয়া ম্যাচ। এটি দেখা যাবে সনি টেন-১তে।

এদিন পর্তুগাল-মিসর প্রীতি ম্যাচওআছে। রোনাল্ডো-ভক্তরাও নিশ্চয়ই উন্মুখ হয়ে থাকবেন ম্যাচটির জন্য।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: