facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

আকাশচুম্বী মূলধন সত্বেও মুনাফা তলানিতে রবির


১৯ নভেম্বর ২০২০ বৃহস্পতিবার, ১২:০৩  পিএম

নিজস্ব প্রতিবেদক

শেয়ার বিজনেস24.কম


আকাশচুম্বী মূলধন সত্বেও মুনাফা তলানিতে রবির

শেয়ারবাজারে তালিকাভুক্ত একমাত্র মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীনফোনের (জিপি) রেভিনিউ বা টার্নওভারের অর্ধেকের বেশি হয় রবি আজিয়াটার।

কিন্তু শেয়ারবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাঁদা সংগ্রহ শুরু করা কোম্পানিটির মুনাফা জিপির মাত্র ০.৪৯ শতাংশ।কোম্পানি দুটির ২০১৯ সালের আর্থিক হিসাব বিশ্লেষণে এমন তথ্য পাওয়া গেছে।

দেখা গেছে, ২০১৯ সালে জিপির টার্নওভার হয় ১৪ হাজার ৩৬৫ কোটি ৬৩ লাখ টাকার। এই টার্নওভার থেকে সব ব্যয় শেষে কোম্পানিটির ওই বছরে নিট মুনাফা হয় ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকা।

অন্যদিকে একইবছরে রবির টার্নওভার হয় ৭ হাজার ৪৮১ কোটি ১৭ লাখ টাকার। যা জিপির ৫২ শতাংশ।

এই টার্নওভারের পরেও কোম্পানিটির নিট মুনাফা হয়েছে মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকা। যা জিপির ০.৪৯ শতাংশ।১ হাজার ৩৫০ কোটি ৩০ লাখ টাকা পরিশোধিত মূলধন দিয়ে জিপির ওই বছরে ৩ হাজার ৪৫১ কোটি ৬৮ লাখ টাকার নিট মুনাফা হয়। যাতে শেয়ারপ্রতি হিসাবে মুনাফা (ইপিএস) হয় ২৫.৫৬ টাকা।

অন্যদিকে ৪ হাজার ৭১৪ কোটি ১৪ লাখ টাকার বিশাল পরিশোধিত মূলধন দিয়ে রবির মাত্র ১৬ কোটি ৯১ লাখ টাকার নিট মুনাফা হয়। এই আকাশচুম্বি মূলধন দিয়ে এতো কম মুনাফা করায় কোম্পানিটির ইপিএস নেমে আসে তলানিতে। ওই বছরে কোম্পানিটির ইপিএস হয় ০.০৪ টাকা।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: