facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৫ এপ্রিল বৃহস্পতিবার, ২০২৪

Walton

আইপিওতে ৪০ কোটি টাকা তুলবে সামিট কমিউনিকেশনস


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৭:০১  পিএম

শেয়ার বিজনেস24.কম


আইপিওতে ৪০ কোটি টাকা তুলবে সামিট কমিউনিকেশনস

শেয়ারবাজারে তালিকাভুক্ত হতে বিটিআরসি থেকে সবুজ সংকেত পেয়েছে সামিট গ্রুপের সাবসিডিয়ারি কোম্পানি সামিট কমিউনিকেশনস। সম্প্রতি বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআর) এ কোম্পানিকে আইপিতে আসতে ‘নো অবজেকশন’ সার্টিফিকেট দিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শেয়ারবাজার থেকে ৪০ কোটি টাকা উত্তোলন করার পরিকল্পনা করেছে সামিট কমিউনিকেশনস। বিটিআরসি থেকে সংকেত পাওয়ার পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের জন্য আইপিও সংক্রান্ত যাবতীয় কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে কোম্পানিটি। ২০১০ সালে দেশে টেলিকম ট্রান্সমিশন সার্ভিসের কাজ শুরু করে সামিট কমিউনিকেশনস। কোম্পানিটি দেশের ৬৪টি জেলায়, ৩৪০ উপজেলায়, ৩ হাজার ৬৫০টির বেশি সরকারি অফিসে, ৩৩ হাজার কিলোমিটার অপটিক ফাইবার নেটওয়ার্ক ছড়িয়েছে। এছাড়া মেট্রো ও রুরাল এরিয়ার ২ হাজার ৪০০টিরও বেশি স্টেশনে টেলিকম ট্রান্সমিশনে প্রভাব বিস্তার করছে সামিট কমিউনিকেশন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: