facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম পেলেন কোহলি


০৫ জানুয়ারি ২০১৮ শুক্রবার, ০৬:০৫  পিএম

নিজস্ব প্রতিবেদক


আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি দাম পেলেন কোহলি

 

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১১তম আসরে নামার আগেই রেকর্ড গড়লেন বিরাট কোহলি। টুর্নামেন্টটির ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় এখন ভারতীয় অধিনায়ক।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ধরে রেখেছে তাদের অধিনায়ককে। এজন্য কোহলিকে ২০১৮ সালের আসরে পারিশ্রমিক হিসেবে দিতে হবে ১৭ কোটি রুপি। এর আগে সবচেয়ে দামি খেলোয়াড় ছিলেন যুবরাজ সিং, ২০১৫ সালের আসরে দিল্লি ডেয়ারডেভিলস ১৬ কোটি রুপিতে কিনেছিল ভারতীয় অলরাউন্ডারকে।

কোহলিকে অবশ্য কেনার ঝামেলায় যেতে হয়নি বেঙ্গালুরুর ফ্র্যাঞ্চাইজিকে। ২০১৩ সাল থেকে দলটির নেতৃত্ব দেওয়া ভারতীয় ব্যাটসম্যানকে ১৭ কোটি রুপিতে ধরে রেখেছে দলে। এতদিন সবচেয়ে দামি খেলোয়াড়দের অন্যতম ছিলেন কোহলি, তবে এবার আইপিএল ইতিহাসের সবচেয়ে পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের জায়গাটাও দখল করলেন তিনি।

পারিশ্রমিকের দিক থেকে কোহলি পেছনে ফেললেন মহেন্দ্র সিং ধোনিকে। ভারতের সাবেক অধিনায়ক ফিরেছেন তার সাবেক দল চেন্নাই সুপার কিংসে। বৃহস্পতিবার মুম্বাইয়ে খেলোয়াড় ধরে রাখার অনুষ্ঠানে ধোনিকে ১৫ কোটি রুপিতে ‘ঘরে তুলেছে’ চেন্নাই। ধোনির সমান পারিশ্রমিক দিয়ে রোহিত শর্মাকে দলে রেখে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বিবিসি

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: