facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২০ এপ্রিল শনিবার, ২০২৪

Walton

অস্ট্রেলিয়ার গড়া রেকর্ড ভাঙলো বাংলাদেশ


১৬ জানুয়ারি ২০১৭ সোমবার, ০৭:৫১  পিএম

শেয়ার বিজনেস24.কম


অস্ট্রেলিয়ার গড়া রেকর্ড ভাঙলো বাংলাদেশ

ক্রিকেটে আসলে শেষ বলে কিছু নেই! ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিন শেষে তো নয়ই, চতুর্থ দিন শেষেও ভাবা কঠিন ছিল, এই ম্যাচ ফল দেখবে। চতুর্থ দিনের শেষ বিকেলে আগপর্যন্ত ম্যাচে এগিয়ে ছিল বাংলাদেশই। কিন্তু আজ পঞ্চম দিন টেস্ট ক্রিকেট দেখাল তার মাহাত্ম্য। অবিশ্বাস্য এক জয় নিয়ে মাঠ ছাড়ল নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে ৮ উইকেটে ৫৯৫ রান করে ইনিংস ঘোষণার পরও হেরে যাওয়া সাকিব-তামিমদের জন্য চরম হতাশারই। টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ড যে এটাই। বাংলাদেশ ভেঙে দিল ১২২ বছর পুরোনো রেকর্ড! যে রেকর্ড ভাঙায় গর্ব নেই, আছে রাজ্যের হতাশা।

টেস্টে প্রথম ইনিংসে সবচেয়ে বেশি রান করে হারের রেকর্ডটি ছিল সেই ১৮৯৪ সালের। সিডনিতে ইংল্যান্ডের বিপক্ষে ৫৮৬ রান করেও হেরেছিল অস্ট্রেলিয়া। তবে তখন ছিল ‘টাইমলেস’ টেস্টের যুগ, ৭ দিন ধরে চলেছিল সে টেস্ট।

সেদিক থেকে হেরে গিয়ে বাংলাদেশ ভারমুক্ত করল পাকিস্তানকে! পাঁচ দিনের টেস্টে সবচেয়ে বড় প্রথম ইনিংসে হারের রেকর্ডটি এত দিন তাদেরই ছিল। সেটিও অবশ্য আজকের ঘটনা নয়। ১৯৭২ সালে মেলবোর্নে ৮ উইকেটে ৫৭৪ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছিল তারা। তবে অস্ট্রেলিয়ার কাছে ম্যাচটি হেরে গিয়েছিল ৯২ রানে।

এমন অভিজ্ঞতা হয়েছিল অস্ট্রেলিয়ারও। এটি অবশ্য ‘ঐতিহাসিক’ যুগের ঘটনা নয়। ২০০৩ সালে অ্যাডিলেডে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেও ম্যাচটি ৪ উইকেটে হেরেছিল স্বাগতিকেরা।

.প্রথম ইনিংসে সাড়ে ৫ শর বেশি রান করেও টেস্ট হেরে যাওয়ার রেকর্ড আরও একটি আছে। সেটিও বাংলাদেশের! ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে প্রথম ইনিংসে ৫৫৬ রান করেছিল স্বাগতিকেরা। এরপরও ম্যাচটি হেরেছিল ৭৭ রানে। প্রথম ইনিংসে ৫৫০ কিংবা এর বেশি করেও দুবার ম্যাচ হারার একমাত্র দল এখন বাংলাদেশ।

ওয়েলিংটন টেস্টে দুই দল মিলে প্রথম ইনিংসে ১১৩৪ রান তুলেছে। এত এত রান ওঠা মানে ম্যাচের দুই দলের প্রথম ইনিংসেই সিংহভাগ সময় খেয়ে নেওয়া। বেশির ভাগ ক্ষেত্রে সেই ম্যাচের ফল তাই ড্র হয়। দুই দলের প্রথম ইনিংসের মোট রান যোগ করলে ফল দেখা ম্যাচে এটি তৃতীয় সর্বোচ্চ। গত মাসে চেন্নাই টেস্টে ভারত-ইংল্যান্ড প্রথম ​ইনিংসে ১২৩৬ রান তুলেছিল। তবু ম্যাচটা ড্র হয়নি, ইংল্যান্ড হেরেছিল। এটাই রেকর্ড।

৫৯৫ ও ১৬০—বাংলাদেশের দুই ইনিংসের ব্যবধান ৪৩৫ রান। একই টেস্টে দুই দলের দুই ইনিংসের ব৵বধানের দিক দিয়ে একটি সপ্তম বৃহত্তম। ২০১২ সালের মিরপুর টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে বাংলাদেশ ৫৫৬ ও ১৬৭ করেছিল। ব্যবধান ছিল ৩৮৯ রানের। এখানে রেকর্ডটা অবশ্য পাকিস্তানের। ১৯৫৮ সালের ব্রিজটাউন টেস্টে হানিফ মোহাম্মদের সেই ৯৭০ মিনিট ধরে ব্যাটিং করার ম্যাচে প্রথম ইনিংসে ১০৬ ও দ্বিতীয় ইনিংসে ৬৫৭ করেছিল পাকিস্তান। নিজেদের দুই ইনিংসের ব্যবধান ছিল ৫৫১ রানের।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: