facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৬ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেসব শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে


০৩ এপ্রিল ২০১৭ সোমবার, ০৯:৪৮  এএম

শেয়ার বিজনেস24.কম


প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যেসব শেয়ারে বিনিয়োগ বাড়িয়েছে

টানা কয়েক মাসের নিম্নমুখী ধারার পর গত ফেব্রুয়ারিতে শেয়ারবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে। পরিশোধিত মূলধনের হিসাবে গত ফেব্রুয়ারি শেষে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল মোটের ১৮ দশমিক ৮৪ শতাংশ। জানুয়ারি মাসের তুলনায় বেড়েছে শূন্য দশমিক ২৭ শতাংশ। এ ছাড়া বাজার মূলধনের হিসাবে শূন্য দশমিক ৯ শতাংশ বিনিয়োগ বেড়ে ১৫ দশমিক ৩ শতাংশে উন্নীত হয়েছে। প্রধান শেয়ারবাজার ডিএসইর তালিকাভুক্ত ২৯৬ কোম্পানিতে শেয়ার ধারণের হিসাব পর্যালোচনায় এ তথ্য মিলেছে।

বিভিন্ন প্রান্তিক বা হিসাব বছরের শেষে নানা কারণে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা তাদের মুনাফা তুলে নেওয়ার প্রবণতায় থাকেন। এর পর নতুন করে আবার বিনিয়োগ করে। ফেব্রুয়ারিতে এসে আগের মাসগুলোর তুলনায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বৃদ্ধির এটিই প্রধান কারণ বলে মনে করেন মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বিএমবিএর সভাপতি ছায়েদুর রহমান। তিনি বলেন, গত বছরের তুলনায় শেয়ারবাজারের লেনদেনে উল্লেখযোগ্য গতি এসেছে। তহবিল সংকটের পরও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও নতুন বিনিয়োগ করছেন।

পর্যালোচনায় দেখা গেছে, ফেব্রুয়ারি শেষে ২৯৬ কোম্পানির পরিশোধিত মূলধন ছিল ৫৪ হাজার ২৭১ কোটি টাকা। এর মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ ছিল ১০ হাজার ২৭৭ কোটি টাকা। অন্যদিকে বাজারদরের হিসাবে কোম্পানিগুলোর শেয়ারের মোট মূল্য ছিল তিন লাখ সাত হাজার ২৭৬ কোটি টাকা। এতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ারের মূল্য ছিল ৪৬ হাজার ১৬৮ কোটি টাকা।

গত ফেব্রুয়ারি শেষে মোট ২৮৮ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল। ৫ শতাংশের কম প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল ১৭ কোম্পানিতে। মাত্র আটটিতে কোনো প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেই। এগুলো হলো_ নদার্ন জুট, বিডি সার্ভিসেস, সুহৃদ ইন্ডাস্ট্রিজ, মেঘনা পেট, মেঘনা কনডেন্সড মিল্ক, ফ্যামিলিটেক্স, মেঘনা সিমেন্ট ও মিরাকল ইন্ডাস্ট্রিজ।

গত জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে এসে নূ্যনতম ১ শতাংশ প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়েছে ৬৬ কোম্পানিতে। প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে, তবে তা ১ শতাংশের কম এমন কোম্পানির সংখ্যা ৬৯টি। বিপরীতে ৯৯ কোম্পানিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে। এর মধ্যে ১ শতাংশের ওপর শেয়ার ধারণ কমেছে ৪২টিতে।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এক মাসের ব্যবধানে প্রায় ৩৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সে। বীমা কোম্পানিটিতে ফেব্রুয়ারি শেষে প্রাতিষ্ঠানিক শেয়ার ধারণ বেড়ে দাঁড়িয়েছে ৪৭ শতাংশ।

এ ছাড়া বিআইএফসিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সাড়ে ২১ শতাংশ বেড়ে ৪২ দশমিক ৩০ শতাংশে, সালভো কেমিক্যালে প্রায় ১৬ শতাংশ বেড়ে সাড়ে ২৬ শতাংশে, ইউনাইটেড এয়ারওয়েজে সাড়ে ১২ শতাংশ বেড়ে প্রায় ৩০ শতাংশে এবং জিএসপি ফাইন্যান্সে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের অংশ সোয়া ১১ শতাংশ বেড়ে প্রায় সাড়ে ১৮ শতাংশে উন্নীত হয়েছে।

শুধু ফেব্রুয়ারিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ৫ থেকে সোয়া ৭ শতাংশ পর্যন্ত বেড়েছে ন্যাশনাল ফিড মিল, ফারইস্ট ফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, আরএন স্পিনিং, সিএমসি কামাল টেক্সটাইল, গোল্ডেন হারভেস্ট এগ্রো ইন্ডাস্ট্রিজ, মালেক স্পিনিং, সেন্ট্রাল ফার্মা, আরএসআরএম স্টিল, বিডি কম্পিউটার্স ও ন্যাশনাল টিউবসে।

বিপরীতে সোয়া ১৬ শতাংশেরও বেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে স্টাইল ক্র্যাফটে। কোম্পানিটিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে দাঁড়িয়েছে ৭ শতাংশ। সাড়ে ১০ শতাংশ কমে ড্রাগন সোয়েটারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ সোয়া ২১ শতাংশ, মোজাফফর হোসেইন স্পিনিংয়ে প্রায় ২০ শতাংশ ও কনফিডেন্সে প্রায় সাড়ে ২৫ শতাংশে নেমেছে। প্রায় ১০ শতাংশ শেয়ার ধারণ কমে ইয়াকিন পলিমারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ নেমেছে সোয়া ১৭ শতাংশে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: