facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৬ এপ্রিল মঙ্গলবার, ২০২৪

Walton

অর্থমন্ত্রীর বক্তব্যে আরো তেতে ওঠেছে শেয়ারবাজার


২৪ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার, ০৩:১২  পিএম

শেয়ার বিজনেস24.কম


অর্থমন্ত্রীর বক্তব্যে আরো তেতে ওঠেছে শেয়ারবাজার

শেয়ারবাজারে বেশ কিছুদিন ধরেই তেজিভাব বিরাজ করছে। অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী ও বাজার সংশ্লিষ্টদের ইতিবাচক বক্তব্যর কারণেই তেজিভাব বজায় রয়েছে বাজারে। প্রতিদিনই মূল্যসূচক বেড়ে সর্বোচ্চ অবস্থানে যাচ্ছে। মঙ্গলবারও এর ব্যতিক্রম ঘটেনি। এদিন ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০৮ পয়েন্টে অবস্থান করছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি সূচকটি চালু হওয়ার পর এটিই সর্বোচ্চ অবস্থান।

এদিকে লেনদেন সামান্য কমলেও দুই হাজার কোটির ঘর অতিক্রম করেছে। মঙ্গলবার ডিএসইতে দুই হাজার ১৩ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে;যা আগের দিনের তুলনায় ১৬৭ কোটি ৩৪ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে দুই হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ১১৪টির, কমেছে ১৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির শেয়ার দর।

একইভাবে ডিএসইএস বা শরীয়াহ সূচকও সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই সূচক ৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৩০১ পয়েন্টে। এই সূচকটি ২০১৪ সালের ২০ জানুয়ারি চালু হয়।

ডিএস৩০ সূচকও সর্বোচ্চ অবস্থানে রয়েছে। এই সূচক ১৫  পয়েন্ট বেড়ে অবস্থান করছে দুই হাজার ৪০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সিএসইতে ১১৯ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৬৮৯ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: