facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৪ এপ্রিল বুধবার, ২০২৪

Walton

অর্থবাজারে সেরা অবস্থানে থাকতে চায় আইডিএলসি


২২ ফেব্রুয়ারি ২০১৭ বুধবার, ০৮:৩৮  পিএম

শেয়ার বিজনেস24.কম


অর্থবাজারে সেরা অবস্থানে থাকতে চায় আইডিএলসি

ব্যবসায় চলমান প্রবৃদ্ধির ধারা আগামীতেও বজায় থাকবে বলে আশা প্রকাশ করেছেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আরিফ খান।  তিনি বলেন, আগামীতেও প্রবৃদ্ধির ধারা বজায় রেখে আইডিএলসি ফাইন্যান্স অর্থবাজারে সেরা অবস্থানে থাকতে চায়। সেই লক্ষ্যে ম্যানেজমেন্ট কাজ করে যাচ্ছে।

বুধবার বিকেলে পল্টনে আইডিএলসি কার্যালয়ে ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। আর্থিক প্রতিবেদন নিয়ে তিনি একটি প্রবন্ধ উপস্থাপন করেন।

এতে তিনি বলেন, আইডিএলসি ফাইন্যান্স করপোরেট গভর্ন্যান্স পরিপালনের মাধ্যমে অর্থবাজারে ব্যবসা পরিচালনা করছে। শেষ বছরে প্রতিষ্ঠানটির কর পরবর্তী মুনাফা বেড়েছে ৩২ কোটি টাকা বা প্রায় ২২ শতাংশ। এসময়ে কোম্পানির পরিচালন মুনাফা বেড়েছে ৯ শতাংশ বা ২৬ কোটি ৫০ টাকা। কোম্পানির শ্রেণীকৃত ঋণের পরিমাণ কমে দাঁড়িয়েছে ২.৯৮ শতাংশ; যা গত বছরে ছিল ৩.০৬ শতাংশ।

তিনি বলেন, এই মুনাফা অর্জন সম্ভব হয়েছে প্রতিষ্ঠানটির সব বিভাগের কঠোর পরিশ্রম, স্বচ্ছতা, জবাবদিহীতা এবং করপোরেট সুশাসনের ফলে। এছাড়া কোম্পানির ক্ষুদ্র ও মাঝারি ঋণ, ভোক্তা, আমানত, করপোরেট গভর্ন্যেন্স এবং পুঁজিবাজার ব্যবসার সহযোগী প্রতিষ্ঠানগুলোর সামগ্রিক সাফল্যে এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

তার প্রবন্ধ উপস্থাপনায় দেখা যায়, সমাপ্ত বছরে কোম্পানির কনজ্যুমার অ্যাসেট ১৩ শতাংশ বা ৭০৫ কোটি ৩০ লাখ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ২২৬ কোটি ৫০ লাখ টাকা। গত বছর যা ছিল ৫ হাজার ৫২১ কোটি ২০ লাখ টাকা।

কোম্পানির বিনিয়োগ আয় বেড়েছে ১০ কোটি ৪০ লাখ টাকা। গত বছরের তুলনায় এর প্রবৃদ্ধি ২৮ শতাংশ।

কোম্পানির সহযোগী প্রতিষ্ঠান আইডিএলসি ইনভেস্টমেন্টের নিট মুনাফা বেড়েছে ৪২.৫০ শতাংশ। আর আইডিএলসি সিকিউরিটিজের নিট মুনাফা বেড়েছে ৭.৬০ শতাংশ।

৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য আইডিএলসি ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৮ পয়সা। যা গত বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে।

অনুষ্ঠানে কোম্পানির সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহী ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: