facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ২৮ মার্চ বৃহস্পতিবার, ২০২৪

Walton

অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ


১২ জানুয়ারি ২০১৮ শুক্রবার, ০৪:৩২  পিএম

নিজস্ব প্রতিবেদক


অব্যাহত থাকবে শৈত্যপ্রবাহ

 

দেশের বিভিন্ন অঞ্চলে চলমান শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে শুক্রবার সকালে আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের উত্তরপশ্চিমাংশে তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল বদলগাছীতে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় শুক্রবার সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে এবং শনিবার সূর্যোদয় ভোর ৬টা ৪৪ মিনিটে।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: