facebook twitter You Tube rss bangla fonts

ঢাকা, ১৯ এপ্রিল শুক্রবার, ২০২৪

Walton

অন্য কোম্পানির কারাখানায়ও স্কয়ারের ওষুধ তৈরি


০৯ জুন ২০১৭ শুক্রবার, ০৪:২৬  পিএম

শেয়ার বিজনেস24.কম


অন্য কোম্পানির কারাখানায়ও স্কয়ারের ওষুধ তৈরি

ওষুধের বাড়তি চাহিদা পূরণের লক্ষ্যে নিজেদের কারখানার বাইরেও অন্য দুটি কোম্পানির কারখানায় ওষুধ উৎপাদন করবে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কোম্পানি দুটি হচ্ছে নাফকো ফার্মা লিমিটেড ও শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার স্কয়ার ফার্মার পরিচালনা পরিষদ কোম্পানি দুটির সঙ্গে সম্পাদিত ওষুধ উৎপাদন চুক্তি অনুমোদন করে। এ চুক্তির আওতায় কোম্পানি দুটি তাদের প্ল্যান্টে (কারখানা) স্কয়ার ফার্মাসিউটিক্যালসের বিদ্যমান বিভিন্ন পণ্য উৎপাদন করবে। পাশাপাশি কারখানা দুটিতে স্কয়ার কিছু নতুন পণ্যের উৎপাদনও করতে পারে।

কারখানা দুটিতে কী কী ওষুধ উৎপাদন করাবে স্কয়ার সে বিষয়ে কিছু জানা যায় নি। এছাড়া এই চুক্তির ফলে ওষুধ উৎপাদন ও বিক্রির পরিমাণ কতটুকু বাড়বে সে সম্পর্কেও কিছু জানায়নি স্কয়ার ফার্মাসিউটিক্যালস।

এদিকে নাফকো ফার্মা সূত্রে জানা গেছে, এটি নাফকো গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপটি কৃষি, তৈরি পোষাক, পশু ও মানবস্বাস্থ্য সংশ্লিষ্ট পণ্য উৎপাদন করে থাকে। নাফকো ফার্মা ২০১৫ সালে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক কার্যক্রম শুরু করে। অবশ্য এর আগেও কোম্পানিটিতে অনানুষ্ঠানিক উৎপাদন ছিল। কোম্পানিটি কিছুদিন সাব-কন্ট্রাক্টে রেনাটা লিমিটেডের জন্য ওষুধ উৎপাদন করেছে। কোম্পানি কর্তৃপক্ষের দাবি, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ’র মানদণ্ড সিজিএমপি (Current Good Manufacturing Practice) অনুসরণ করে কারখানা নির্মাণ করেছে।

অন্যদিকে শরীফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড শরীফ গ্রুপের একটি প্রতিষ্ঠান। এই গ্রুপের একটি অতিপরিচিত পণ্য হচ্ছে শরীফ মেলামাইন।

শেয়ারবিজনেস24.কম এ প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট বিনা অনুমতিতে ব্যবহার বেআইনি।

আপনার মন্তব্য লিখুন: